সাভারে অবস্থিত শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বসছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসর। এই অনুষ্ঠানের বিজয়ীদের তালিকা নির্ধারণে সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
শনিবার (১৮ নভেম্বর) সারা দেশ থেকে আসা ৭৫০টিরও বেশি সংগঠনের আবেদন করেছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য। কিন্তু যাচাই-বাছাই শেষে মোট ৬টি ক্যাটাগরিতে প্রদান করা হবে অ্যাওয়ার্ডটি। এই বাছাই কমিটিতে রয়েছেন ক্রিকেটার নিগার সুলতানা, অভিনেতা মোশাররফ করিমসহ মোট ৭ জন বিচারক। দক্ষতা ও কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, সম্প্রদায়ের সুস্থতা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু ও পরিবেশবিষয়ক উদ্ভাবন এবং যোগাযোগ ক্যাটাগরিতে ২০২৩ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ৬টি ক্যাটাগরিতে বিজয়ীদের তালিকা প্রণয়ন করতে ৭ সদস্যের জুরি বোর্ডের দায়িত্বে থাকছেন টিম টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নারী দলের অধিনায়ক জ্যোতি ছাড়াও বিচারকের দায়িত্ব পালন করবেন- মানবাধিকার ও উন্নয়ন কর্মী আসিফ মুনির, মুক্তিযোদ্ধা ও জনস্বাস্থ্য পেশাজীবী মাখদুমা নার্গিস, সাংবাদিক ও আর্টিস্ট এলিটা করিম, অভিনেতা মোশাররফ করিম, উদ্যোক্তা ও জনস্বাস্থ্য যোগাযোগবিদ মালিহা মান্নান আহমেদ ও মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
মন্তব্য করুন