চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ভোটের আগে মাঠে নামছেন বিচারকরা, ১৬ আসনে তদন্ত কমিটি গঠন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম অঞ্চলে ১৬টি ‘নির্বাচনী তদন্ত কমিটি’ (Electoral Enquiry Committee) গঠন করেছে সরকার। এসব কমিটিতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১১ ডিসেম্বর বিচার শাখা-৩ থেকে প্রশাসন-১ এর উপসচিব এএফএম গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে নির্বাচন-পূর্ব সময়ের অভিযোগ তদন্ত ও নিষ্পত্তির লক্ষ্যে ‘নির্বাচনী তদন্ত কমিটি’ গঠন করা হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে দায়িত্ব পালনের জন্য ১৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনীত করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে প্রভাব বিস্তার, আচরণবিধি লঙ্ঘন কিংবা অন্যান্য অনিয়ম সংক্রান্ত অভিযোগ দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিল করাই এসব কমিটির মূল দায়িত্ব। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এসব কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।

কোন আসনে কে পেলেন দায়িত্ব

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রামের সংসদীয় আসনভিত্তিক দায়িত্ব পেয়েছেন

চট্টগ্রাম-১ (মীরসরাই উপজেলা) দায়িত্ব পালন করবেন ফাতেমা বেগম মুক্তা, যুগ্ম মহানগর দায়রা জজ, চট্টগ্রাম।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) দায়িত্বে থাকবেন সিরাজ উদ্দিন, যুগ্ম জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ উপজেলা) দায়িত্ব পালন করবেন হেলাল উদ্দীন, জজ (যুগ্ম জেলা ও দায়রা জজ), অর্থঋণ আদালত, চট্টগ্রাম।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড উপজেলা ও সিটি করপোরেশন ওয়ার্ড ৯ ও ১০) দায়িত্বে থাকবেন মোছাঃ রুমা নাছরিন, সিভিল জজ, চট্টগ্রাম।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী উপজেলা ও সিটি করপোরেশন ওয়ার্ড ১ ও ২) দায়িত্ব পালন করবেন ফারহান সামিন, সিভিল জজ, চট্টগ্রাম।

চট্টগ্রাম-৬ (রাউজান উপজেলা) দায়িত্বে থাকবেন দিদারুল ইসলাম, সিভিল জজ, সাতকানিয়া চৌকি, চট্টগ্রাম।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া উপজেলা) দায়িত্ব পালন করবেন পলিনা আকতার স্মৃতি, সিভিল জজ, পটিয়া চৌকি, চট্টগ্রাম।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা ও সিটি করপোরেশন ওয়ার্ড ৩, ৪, ৫, ৬ ও ৭) দায়িত্বে থাকবেন ফারজানা ইয়াসমিন, বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), পরিবেশ আদালত, চট্টগ্রাম।

চট্টগ্রাম-৯ (সিটি করপোরেশন ওয়ার্ড ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬) দায়িত্ব পালন করবেন সেজুতি জান্নাত, জজ (যুগ্ম জেলা ও দায়রা জজ), অর্থঋণ আদালত, চট্টগ্রাম।

চট্টগ্রাম-১০ (সিটি করপোরেশন ওয়ার্ড ২৭, ২৮, ২৯, ৩০, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১) দায়িত্বে থাকবেন মমিনুন্নেসা খানম, যুগ্ম জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম।

চট্টগ্রাম-১১ (সিটি করপোরেশন ওয়ার্ড ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫) দায়িত্ব পালন করবেন রুবাইয়েত ইসলাম জিলিয়ান, সিভিল জজ, চট্টগ্রাম।

চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা) দায়িত্বে থাকবেন মাইসুমা সুলতানা, যুগ্ম জেলা ও দায়রা জজ, পটিয়া চৌকি, চট্টগ্রাম।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) দায়িত্ব পালন করবেন মো. আব্দুর নূর, যুগ্ম মহানগর দায়রা জজ, চট্টগ্রাম।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়ার আংশিক এলাকা) চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর, পুরানগড় ও খাগরিয়া ইউনিয়নে দায়িত্ব পালন করবেন তানজিলা আক্তার, সিনিয়র সিভিল জজ, পটিয়া চৌকি, চট্টগ্রাম।

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়ার অবশিষ্ট অংশ) দায়িত্বে থাকবেন রূপন কুমার দাশ, বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, চট্টগ্রাম।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী উপজেলা) দায়িত্ব পালন করবেন আবুল হায়াত মোহাম্মদ তারেক আযম, সিভিল জজ, চট্টগ্রাম।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত বিচারকরা তাদের আওতাধীন নির্বাচনী এলাকায় নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অবৈধ প্রভাব বিস্তার কিংবা গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা করবেন এসব কমিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুর প্রেস ক্লাবের আত্মপ্রকাশ : সভাপতি মহিব্বুল্লাহ, সম্পাদক শান্তনু বিশ্বাস

অনেক রাতে বের হতো, আসতো ভোরে: ফয়সালের স্ত্রী

পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের সুখবর দিলেন তারেক রহমান

৪ নেতাকে সুখবর দিল বিএনপি

ঘরে বসেই প্রতিমাসে আয় দেড় লাখ রিয়াদ-শাকিলা দম্পতির

অফিসে মারামারি করা সেই ২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা 

ঝুঁকি নিয়ে চলছে ২৩ বিদ্যালয়ে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাদিকে নিয়ে সিইসির সেই বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

১০

এনসিপির প্রার্থী ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ সিএমপির

১১

ইরাসমাস আন্তর্জাতিক ক্রেডিট মোবিলিটিতে যুক্ত হওয়ার যোগ্যতা পেল কুবি

১২

জাতীয় দিবসেও ফুল ব্যবসায়ীদের মুখে হতাশা

১৩

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

১৪

বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

অপারেশন ও রক্ষণাবেক্ষণ শিখতে রাষ্ট্রীয় খরচে বিদেশে যাচ্ছেন রেলের কর্মকর্তারা!

১৬

৫ নেতার বিষয়ে সিদ্ধান্ত নিল বিএনপি

১৭

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে বিএনপি : মির্জা ফখরুল

১৮

বাবার বাড়ি যাওয়া হলো না নীরা বেগমের

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় গরুর ধাক্কা নিয়ে ৫ ঘণ্টার সংঘর্ষ

২০
X