নারায়ণগঞ্জের নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার আয়োজিত বিজয় দিবস দাবা প্রতিযোগিতায় ফতুল্লার হরিহরপাড়া স্কুলের মোহাম্মদ রিয়াদ রহমান চ্যাম্পিয়ন হয়েছেন। আসরে এ দাবাড়ুর অর্জন ছিল ৫ পয়েন্ট।
৪ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের মেহরাব হোসেন রাতুল। ফিলোসোফিয়া স্কুলের মাবরুর রাদ ৩ পয়েন্ট সংগ্রহ করে প্রতিযোগিতায় তৃতীয় স্থানে ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী কাশেম জামাল। এ সময় আয়োজক নূরুল ইসলাম স্মৃতি পাঠাগারের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে এ দাবা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। সুইস লিগ পদ্ধতিতে আয়োজিত আসরে শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠনের দাবা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। এ ছাড়া বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে।
মন্তব্য করুন