মাস্টার অ্যাথলেটিকস খেলতে গিয়ে পাওয়া চোটে জীবনটা তিক্ত করে তুলেছেন ১৯৯৫ সালে মাদ্রাজ সাফ গেমসে ব্রোঞ্জ জয়ী বনি আমিন। পায়ের চোট নিয়ে ৩৩ দিন হাসপাতালে কাটানোর পর গতকাল বাড়ি ফিরে গেছেন সাবেক এ লং জাম্পার।
ভারতের কোচবিহারে মাস্টার অ্যাথলেটিকসের ট্রিপল জাম্প ইভেন্টে খেলতে গিয়ে ডান পায়ে চোট পান সাবেক অ্যাথলেট। স্থানীয় হাসপাতালে নিয়ে গোড়ালিতে এক্স-রে করা হলেও কিছু ধরা পড়েনি। দেশে ফেরার পর পায়ে প্রচণ্ড ব্যথা অনুভূত হওয়ায় পরীক্ষা-নিরীক্ষা করান। তাতে ধরা পড়ে পায়ের রগ ছিঁড়ে গেছে। ১৭ ডিসেম্বর রাজধানীর হাসপাতালে পায়ে অস্ত্রোপচার করান। গতকাল হাসপাতাল থেকে রিলিজ পেলেও পায়ের জটিলতা এখনো দূর হয়নি।
গত সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়ি বাগেরহাট যাওয়ার পথে বনি আমিন কালবেলাকে বলেন, ‘নির্বাচনের কারণে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলেও পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে। আপাতত ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হবে। নির্বাচনের পর ডাক্তাররা পরীক্ষা করে দেখে পরবর্তী ব্যবস্থা নেবেন।’ আপাতত ডান পায়ে ভর দিতে নিষেধ করার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। তার আগে এক মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
মন্তব্য করুন