ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে ভারত গেলেন লিটন আলী। বাংলাদেশ পুলিশের এ খেলোয়াড় বেঙ্গালুরু বুলসের হয়ে প্রো কাবাডি খেলবেন। এবারের আসরে লিটন আলীই একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আসরটিতে খেলতে যাচ্ছেন।
প্রো-কাবাডি লিগের জন্য ২ জানুয়ারির আগেই বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল লিটন আলীর। ভিসা জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে দলে যোগ দিতে পারেননি তিনি। জটিলতা কাটিয়ে সম্প্রতি তিনি দলে যোগ দিয়েছেন। এবারের আসরে খেলার জন্য ১৩ লাখ রুপিতে লিটন আলীকে দলে নিয়েছে বেঙ্গালুরু বুলস।
গত আসরে দিল্লির হয়ে খেলেছেন লিটন আলী। আরেক বাংলাদেশি খেলোয়াড় আরিফ রাব্বানী খেলেন তামিল তালাইবাসের হয়ে। দিল্লি ছেড়ে এবারের আসরে বেঙ্গালুরুতে যাওয়া লিটন আলীর নৈপুণ্যের ওপর নির্ভর করছে ভবিষ্যতে আসরে বাংলাদেশি খেলোয়াড়দের ভাগ্য। ভালো নৈপুণ্য দেখাতে পারলে অন্যান্য দল হয়তো বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি আকৃষ্ট হবে।
মন্তব্য করুন