থালায় সাজিয়ে দেওয়া সুযোগটাও নিতে পারলেন না বাংলাদেশি দাবাড়ু ফাহাদ রহমান। বিশেষায়িত গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতার ফায়দা তুলতে ব্যর্থ হয়েছেন তিনি।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) শেষ হওয়া গ্র্যান্ড মাস্টার এসপিরেন্টের আয়োজিত প্রতিযোগিতায় সপ্তম হয়েছেন বাংলাদেশি এ দাবাড়ু।
আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের জন্য গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করার মোক্ষম সুযোগ ছিল এ আসর। কারণ এ ধরনের প্রতিযোগিতার ডিজাইন এমনভাবে করা হয় যেখানে টাইটেলধারী দাবাড়ু থাকেন ঠিকই, কিন্তু খেলোয়াড় হিসেবে তাো কিছুটা দূর্বল হয়ে থাকেন। এমন আসর আয়োজনের দুটি দিক থাকে— প্রথমত বিভিন্ন দাবাড়ুকে সহজে নর্ম করানো; দ্বিতীয়ত এমন আয়োজন দিয়ে ভাল মুনাফাও তোলা যায়। ইউরোপের দেশ হাঙ্গেরী প্রথম এমন আসর আয়োজনের ধারনা দিয়েছিল বিশ্বকে।
এশিয়ার দেশ ভিয়েতনাম সম্প্রতি এমন আসর আয়োজন করেছে। বাংলাদেশও একই পথে হাঁটল। প্রকৃত দাবা প্রেমীরা এমন আয়োজনের ঘোর বিরোধিতা করে আসছেন। কারণ তাতে সহজে নর্ম করে টাইটেলধারী বাড়ানো যায় বটে; আদতে এমন আয়োজন দেশের দাবার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে এমন আসরের বিরোধীতা করে আসছেন দেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব।
বাংলাদেশ দাবা ফেডারেশনও এমন আয়োজনকে উৎসাহিত করছে শর্টকাট সাফল্যর নেশায়! দেশের ক্রীড়াঙ্গণের নীতিনির্ধারকদের দাবা নিয়ন্তারা হয়তো বোঝাবেন— আমাদের দাবাড়ুরা নর্ম করেছে, টাইটেল পেয়েছেন। কিন্তু তা খেলাটিকে আরও পেছনে ঠেলে দেবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন দাবা বিশেষজ্ঞরা।
সদ্য সমাপ্ত আসরে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট অর্জন করেন। শিরোপা জয়ের সঙ্গে তিনি একটি গ্র্যান্ড মাস্টার নর্ম অর্জন করেছেন। ভারতের ফিদে মাস্টার পানিসার বিদান্ত সাড়ে ছয় পয়েন্ট পেয়ে রানার-আপ হন। তিনিও এ আসর থেকে একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন। শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিন্দু দিলশান সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় হন। পাঁচ পয়েন্ট করে নিয়ে ভারতের ক্যান্ডিডেট মাস্টার মায়াঙ্ক চক্রবর্তী চতুর্থ ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান পঞ্চম হন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ভারতের ফিদে মাস্টার আরধ্য গর্গ ষষ্ঠ ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সপ্তম হন। ভারতের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া তিন পয়েন্ট নিয়ে অষ্টম, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ আড়াই পয়েন্ট নিয়ে নবম ও এক পয়েন্ট পেয়ে শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার এম এল এস টি ডি সিলভা দশম হন।
মন্তব্য করুন