তেহরানের আফতাব এনঘেলাব স্পোর্টস কমপ্লেক্সের ট্র্যাকে বাংলাদেশিদের দৃষ্টি ছিল ইমরানুর রহমানের ওপর। লন্ডন প্রবাসী বাংলাদেশি অ্যাথলেট ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক ধরে রাখার মিশনে চতুর্থ হয়েছেন। ট্র্যাকের আরেক দিকে একই সময়ে চলা হাইজাম্পার মাহফুজুর রহমান সকল আলো কেড়ে নিয়েছিলেন। ২.১৫ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর এ জাম্পার।
ইরানের তেহরানের গেমস থেকে এ নিয়ে দুটি পদক পেল বাংলাদেশ। দুটিই নৌবাহিনীর দুই অ্যাথলেটের হাতধরে। রোববার রাতে ৪০০ মিটার স্প্রিন্টে রুপা জিতেছিলেন জহির রায়হান। সোমবার রাতে ব্রোঞ্জ জিতলেন মাহফুজুর রহমান। ২.৫ মিটার দিয়ে জাম্প শুরু করেন মাহফুজুর রহমান। তৃতীয় প্রচেষ্টায় শুরুর উচ্চতা টপকানোর পর প্রথম প্রচেষ্টাতে ২.১০ মিটার টপকেছেন। তৃতীয় প্রচেষ্টায় ২.১৫ মিটার লাফানোর পর স্বর্ণপদকেও দৃষ্টি দিয়েছিলেন। কিন্তু তিন প্রচেষ্টায়ও ২.১৯ মিটার অতিক্রম করতে পারেননি। সেটা করতে পারলে স্বর্ণপদকের সঙ্গে জাতীয় রেকর্ডটাও নতুন করে লেখানোর হাতছানি ছিল। ২০১৯ সালে ২.১৬ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন মাহফুজুর রহমান। জাপানের রায়োইচি আকামাতসু ২.১৯ মিটার লাফিয়ে সোনা জিতেছেন। রুপা জয়ী তার স্বদেশী ইয়োতো সেকো ২.১৯ মিটার লাফিয়েছেন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে কাজাখস্তানে জেতা স্বর্ণপদক ধরে রাখার মিশনে ইমরানুরের টাইমিং ছিল ৬.৬৭ সেকেন্ড। উত্তর কোরিয়ার জো কুম রায়োং ৬.৬৬ সেকেন্ডে ফিনিশিং লাইন অতিক্রম করে ব্রোঞ্জ জিতেছেন। রূপা জয়ী জাপানের সুহেই তাদা ৬.৫৬ টাইমিং করেন। সোনা জয়ী ওমানের আনোয়ার আলী ৬.৫২ সেকেন্ডে দৌড় শেষ করেছেন।
এশিয়া সেরার মুকুট হারিয়ে প্রস্তুতিকে দুষলেন ইমরানুর রহমান। লন্ডন প্রবাসী বাংলাদেশী স্প্রিন্টার শক্তভাবে ফিরে আসার প্রত্যাশার কথায় ফেজবুকের মাধ্যমে জানিয়েছেন, ‘প্রস্তুতি নিখুঁত ছিলনা, তারপরও আমি প্রচেষ্টা চালিয়েছিলাম। আমি যদি আপনাদের হতাশ করে থাকি তবে দুঃখিত। সবসময় সমর্থন দেওয়ার জন্য কৃতজ্ঞতা। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব— ইনশাআল্লাহ।’
এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ শেষে আজ রাতে ঢাকা ফিরছেন বাংলাদেশ দলের সদস্যরা। গেমসে ৫ অ্যাথলেটের সঙ্গে দুই কর্মকর্তা লাল-সবুজের প্রতিনিধিত্ব করেছেন।
মন্তব্য করুন