স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৮:১৬ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার ক্রীড়া বাজেট কত?

ক্রীড়াসামগ্রী। ছবি : প্রতীকী
ক্রীড়াসামগ্রী। ছবি : প্রতীকী

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট থেকে কত বরাদ্ধ পেল ক্রীড়াঙ্গন। আওয়ামী লীগ সরকারের চতুর্থ মেয়ায়ের প্রথম বাজেটে বরাদ্ধ বেড়েছে ক্রীড়াঙ্গনে।

পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ২ হাজার ২১১ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্ধ করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য। যা এ যাবতকালে সর্বোচ্চ বাজেট প্রস্তাব। এর মধ্যে পরিচালন খাত ব্যয় ধারা হয়েছে ৯৭৭ কোটি ৮৭ লাখ টাকা। আর উন্নয়ন খাতের জন্য বরাদ্ধ করা হয়েছে ১ হাজার ২৩৪ কোটি ৮ লাখ টাকা।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেটে বরাদ্ধ ছিল ১ হাজার ৫২৩ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ৬০১ কোটি ৬৯ লাখ এবং পরিচালন ব্যয় ধরা হয়েছিল ৯২১ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকা।

ফলে গত বছরের সংশোধিত বাজেট থেকে ৬৮৮ কোটি ৬০ লাখ ৩৪ হাজার টাকা বেশি প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। নতুন অর্থবছরের বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উন্নয়ন প্রকল্প। দীর্ঘদিন ধরে এই স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান।

একই সঙ্গে অগ্রাধিকার দেওয়া হয়েয়ে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্প (দ্বিতীয় পর্যায়)-সহ দেশের বিভিন্ন জেলার স্টেডিয়ামগুলোর অধিকতর উন্নয়ন এবং সুইমিং পুল নির্মাণ।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বিকেল ৩টা থেকে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’--শীর্ষক বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাজেট বক্তৃতায় ক্রীড়াঙ্গন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার ক্রীড়ার মানোন্নয়ন এবং খেলাধুলার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া ক্লাবে ক্রীড়াসামগ্রী ও আর্থিক অনুদান প্রদানসহ আধুনিক স্টেডিয়াম, জিমনেসিয়াম, সুইমিংপুলসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন করে আসছে।’

নতুন বাজেটে বিভিন্ন ক্রীড়া অবকাঠানো নির্মাণসহ নতুন ২০টি প্রকল্প গ্রহণের প্রস্তাব করা হয়। একই সঙ্গে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা ক্রীড়া প্রতিভা খুঁজে বের, দীর্ঘমেয়াদীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এ ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলার আয়োজন ও অংশগ্রহণের জন্য ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থাসমূহকে নিয়মিত আর্থিক অনুদান ও ক্রীড়াসামগ্রী প্রদান করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের পক্ষে ফেসবুকে প্রচারণা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে থানায় সোপর্দ

জমি নিয়ে বিরোধ, হামলায় প্রবাসী যুবক নিহত

পে-স্কেল বাস্তবায়নে আলটিমেটাম

ওজন ও ডায়াবেটিস কমাতে কীভাবে হাঁটা উচিত? সঠিক নিয়ম জানালেন বিশেষজ্ঞ

গাজার জন্য ২০ হাজার সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

নির্বাচন না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : মির্জা ফখরুল

ঝিনাইদহে রেললাইন বাস্তবায়ন এবং দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

জামিন পেলেন হিরো আলম 

নির্বাচন বানচাল করার সক্ষমতা কোনো অপশক্তির নেই : আইজিপি

১০

পুলিশের মনোভাব আগের চেয়ে বেড়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১

কারখানায় অক্সিজেন সংকটে অর্ধশত নারী শ্রমিক অসুস্থ

১২

রাসেলকে ছেড়ে দিল কলকাতা

১৩

মাঝে মাঝেই পা ফুলছে, কখন বুঝবেন শরীর বিপদের সংকেত দিচ্ছে?

১৪

স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১৫

জাদেজার ঘূর্ণিতে ভারতের নিয়ন্ত্রণে কলকাতা টেস্ট

১৬

জ্ঞানভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন কৃতিত্বের সনদপত্র

১৭

ফ্যাসিস্ট আমলে বিসিকে যারা প্লট নিয়েছে তা বাতিল করা হবে : শিল্প উপদেষ্টা

১৮

নির্বাচন একটি অবধারিত বিষয়ে পরিণত হচ্ছে : দেবপ্রিয় ভট্টাচার্য

১৯

মর্গ থেকে অলৌকিকভাবে জীবিত ফিরে এলো কিশোরী

২০
X