কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৩:১১ এএম
অনলাইন সংস্করণ

কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন নারী

কুমিরের আক্রমণে আহত নারী। ছবি : ভাইরাল প্রেস
কুমিরের আক্রমণে আহত নারী। ছবি : ভাইরাল প্রেস

কুমিরের আক্রমণের শিকার হয়েও আলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরেছেন এক নারী। তাকে কুমির আক্রমণ করে পানিতে টেনে নিয়ে যায়। এরপর দেড় ঘণ্টা লড়াই শেষে প্রণে বেঁচে ফিরেছেন ওই নারী।

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশের কেতাপাংয়ে এ ঘটনা ঘটেছে। কুমিরের আক্রমণের শিকার ওই নারীর নাম ফালমিরা ডি জেসুস। তিনি প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছেন। খবর ডেইলি মেইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ জুলাই ওই নারী কুমিরের আক্রমণের শিকার হন। তিনি স্থানীয় পাম বাগানে কাজ করছিলেন। তখন একটি খালে পানি আনতে গেলে কুমির তাকে আক্রমণ করে পানিতে টেনে নিয়ে যায়। এ সময় তিনি চিৎকার করেন ও কুমিরের সঙ্গে লড়াই করতে থাকেন। পরে তার সহকর্মীরা এগিয়ে আসে।

আরও পড়ুন : কুমিরকে বিয়ে করে চুমু খেলেন মেক্সিকোর মেয়র

এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগোযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ওই নারী সহকর্মীদের এগিয়ে দেওয়া একটি লাঠি আকড়ে ধরে আছেন। কুমিরটি তাকে পানির গভীরে টেনে নেওয়ার চেষ্টা করছে। এ সময় অন্যরা কুমিরটিকে সরাতে লাঠি দিয়ে পানিতে আঘাত করছেন। তবে ভয়ে কেউ পানিতে নামার সাহস করেননি।

ওই সময়ের স্মৃতিচারণ করে ফালমিরা বলেন, যেখানে কুমির কামড়ে ধরেছিল সেখানে প্রচণ্ড ব্যাথা অনুভব করছিলাম। কোনোভাবেই নিজেকে মুক্ত করতে পারছিলাম না। একপর্যায়ে নিজেকে খুব দুর্বল লাগছিল। মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি। কারণ আমি তখন ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছিলাম।

সহকর্মীরা জানান, ফালমিরা প্রায় ৯০ মিনিট কুমিরের সঙ্গে লড়াই করেন। তবে সেখানে পানি কিছুটা কম ছিল। ধীরে ধীরে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। ফলে কুমির তাকে ছেড়ে দেয়। এ সময় কয়েকজন নারী পানিতে নেমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও দুর্বিষহ স্মৃতি ভুলতে পারছেন না ফলমিরা। তিনি বলেন, আমি হাসপাতালে শুয়েও যেন কুমিরটিকে দেখেতে পাচ্ছি। মনে হচ্ছে ওটা এখনো আমার শরীর আকড়ে ধরে আছে। এ সময় তাকে উদ্ধারে সহায়তা করা সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন- তার ডান বাহু, উরু ও পায়ের নিচের অংশে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তার সুস্থ হতে কিছুটা সময় লাগবে। কুমিরের আক্রমণ থেকে ফিরে আসাকে আলৌকিকভাবে দেখছেন চিকিৎসকেরা।

ইন্দোনেশিয়ার পুলিশ বাহিনী বাগানটিতে কাজ করা ও ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়া তারা ফালমিরার এ লড়াই ও উদ্ধারে সহায়তাকারীদের ধন্যবাদ জানিয়েছেন।

বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় বেশ কয়েক জাতের কুমির বাস করে। ওই অঞ্চলে অতিরিক্ত মাছ শিকারের কারণে কুমিরের খাবার কমে যাচ্ছে। ফলে কুমির ক্রমেই বসতির দিকে আসছে। এছাড়া উপকূলীয় এলাকায় পাম বাগান তৈরির কারণে বসবাসের স্থানও হারাচ্ছে কুমির। ফলে আক্রমণ বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

অজানা ভাইরাসে মরছে গাজার মানুষ

বাসচাপায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের, বাসে আগুন দিল বিক্ষুব্ধরা

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬ ঘণ্টায় সাত জেলায় সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

সাত মাস পর কারামুক্তি, ৫ মিনিট পর ফের গ্রেপ্তার

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

১০

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

১১

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

১২

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

১৩

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

১৪

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

১৫

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

১৬

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

১৭

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

১৮

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১৯

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

২০
X