শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অ্যানথ্রোপলজি, সাস্ট’-এর পঞ্চম কার্যকরী কমিটি গঠিত হয়েছে। প্রথমবারের মতো (অনলাইন এবং অফলাইন) নির্বাচনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করেন।
গত ২৯ আগস্ট সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় রেজিস্টার্ড সদস্য, সংগঠনের বর্তমান সভাপতি ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস এবং সম্মানিত বিভাগীয় প্রধান ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভা শেষে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের পূর্ববর্তী ৪টি কমিটি সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছিল।
নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক একেএম মাজাহারুল ইসলাম (নৃবিজ্ঞান, শাবিপ্রবি) এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রবিউল আলম (নৃবিজ্ঞান, রাজশাহী বিশ্ববিদ্যালয়) ও অধ্যাপক আফম জাকারিয়া (নৃবিজ্ঞান, শাবিপ্রবি)।
দেশ-বিদেশে অবস্থানরত সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতে অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতেই ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়। মোট ভোটারের ৯৭ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন।
নতুন কমিটিতে যারা নির্বাচিত হলেন
সভাপতি : সহযোগী অধ্যাপক ড. শাহজাহান মিয়া।
সহসভাপতি : ড. মুর্শিদ হাসান স্বপন, মনিরুল ইসলাম কল্লোল ও উত্তম চন্দ্র দাস।
সাধারণ সম্পাদক : মোশাররফ হোসাইন পলাশ।
সহসাধারণ সম্পাদক : আবু তাহের টোটন, তন্ময় সরকার ও সুলতান মাহমুদ তান্না।
সাংগঠনিক সম্পাদক : বুলবুল আহমেদ।
সহসাংগঠনিক সম্পাদক : দীপ্ত রায়।
অর্থ সম্পাদক : ফারজানা ভূঁইয়া।
সাংস্কৃতিক সম্পাদক : মুনিবুর রহমান মনি।
দপ্তর সম্পাদক : মিঠুন গোস্বানী।
সহ-দপ্তর সম্পাদক : হাসান ঠাকুর।
প্রকাশনা সম্পাদক : মোহাম্মদ শরীফুল আলম ভূঁইয়া।
প্রচার সম্পাদক : অমিত রতন দেব।
সহ-প্রচার সম্পাদক : মেহেদি হাসান।
শিক্ষা ও গবেষণা সম্পাদক : ড. রাজীব মামুন।
সহশিক্ষা ও গবেষণা সম্পাদক : তাসপিয়া মোহাম্মদ মেরিনা।
প্রচার-প্রচারণা এবং ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল প্রযুক্তিনির্ভর। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এসএমএস, ফোনকল ও ইমেইলের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়।
মন্তব্য করুন