ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রার্থী ফারিয়া মতিন। নির্বাচনে জিতলে পরদিনই বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী তিনি।
স্ট্যাটাসে তিনি বলেন, ‘DUCSU জিতলে পরদিনই বিয়ে করব ইনশাআল্লাহ। আমার শুভ বিবাহের দাওয়াত/নিমন্ত্রণ খাইতে চাইলে আমাকে ডাকুসতে জিতান৷ কুইক৷’
এদিকে শনিবার (৩০ আগস্ট) নিজের জীবনের অবস্থান তুলে একটি স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমার বাপ ঢাকায় আসার পর একটা সময় পর্যন্ত রিকশা চালাইসেন৷ আমার আম্মা এই শাহবাগের ফুলের দোকানে কাজ করছেন দীর্ঘ সময়৷ আমি তাদের সন্তান। আমার এই বিশ্ববিদ্যালয়ে আমার মতো পরিবার থেইকা আসা অসংখ্য পোলাপান পড়ে৷ আমি চাষার পোলাদের সংস্কৃতি অন্তরে লালন করি৷ আমারে জিতান না জিতান আমার কাজ আমি কইরা যাব ইনশাআল্লাহ। আমি আমার মতোদের পথ সুগম কইরা যাওয়ার লড়াই আজীবন কইরা যাব। কোনো চোখ রাঙানিতে কাজ হয়নাই হবেও না।’
তপশিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। আর সদস্যপদে সবচেয়ে বেশি ২১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মন্তব্য করুন