

ইনস্টাগ্রামে কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহারে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, এখন থেকে প্রতিটি পোস্ট ও রিলে সর্বোচ্চ পাঁচটি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে।
মেটা মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ অনুসরণ (Follow Hashtag) অপশন তুলে দেওয়ার প্রায় এক মাস পর এ সিদ্ধান্ত এলো।
ইনস্টাগ্রামের ভাষ্য অনুযায়ী, হ্যাশট্যাগ এখনো সার্চ ও কনটেন্ট খুঁজে পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখলেও অতিরিক্ত ও অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহারের প্রবণতা দীর্ঘদিন ধরেই একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।
ইনস্টাগ্রামের @creators অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানানো হয়, সাধারণ বা অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগের বদলে সর্বোচ্চ পাঁচটি নির্দিষ্ট ও প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে কনটেন্টের পারফরম্যান্স এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা—দুটিই উন্নত হয়।
এ বিষয়ে মেটা আরও জানিয়েছে, কনটেন্টের ধরন অনুযায়ী হ্যাশট্যাগ নির্বাচন করাই সবচেয়ে কার্যকর। যেমন, কোনো বিউটি কনটেন্ট নির্মাতাকে বিউটি–সম্পর্কিত হ্যাশট্যাগেই সীমাবদ্ধ থাকতে হবে, যাতে ওই ধরনের কনটেন্টে আগ্রহী ব্যবহারকারীরা সহজে তা খুঁজে পান।
প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছে, #reels বা #explore-এর মতো সাধারণ ও অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ এক্সপ্লোরসহ বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা বাড়াতে তেমন সহায়ক নয়; বরং অনেক ক্ষেত্রে পোস্টের পারফরম্যান্স নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে।
এ ছাড়া ইনস্টাগ্রামের ‘Instagram Advice’ চ্যানেলে দেওয়া এক বার্তায় অ্যাডাম মোসেরি বলেন, হ্যাশট্যাগ সার্চে সহায়তা করলেও তা সরাসরি রিচ বাড়ায় না। বরং কনটেন্ট নির্মাতাদের উচিত, নিজেদের দর্শকদের কাছে কোন ধরনের কনটেন্ট বেশি সাড়া ফেলছে, সেটিতে গুরুত্ব দেওয়া।
এর আগে, ইনস্টাগ্রাম ‘ইওর অ্যালগরিদম’ (Your Algorithm) নামে নতুন একটি ফিচার চালু করেছে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা রিলস ট্যাবে কী ধরনের কনটেন্ট দেখবেন, সে বিষয়ে আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। রিলস ট্যাবের ডান পাশে হৃদয় চিহ্নযুক্ত দুটি রেখার ছোট একটি আইকনে ট্যাপ করলে নতুন একটি পেজ খুলবে, যেখানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর জন্য কোন বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছে, তা দেখানো হবে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য করুন