কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১:০১ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

শিশুদের মধ্যে ব্লাড ক্যান্সারের সাধারণ কিছু লক্ষণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লিউকেমিয়া হলো রক্তের ক্যান্সার। আমাদের হাড়ের ম্যারোতে রক্তের কোষ এবং প্লেটলেট তৈরি হয়। লিউকেমিয়ায় কিছু নতুন সাদা রক্তকোষ (WBC) ঠিকমত বড় হয় না। এই অম্যাচিউর (অসম্পূর্ণ) কোষগুলি দ্রুত বৃদ্ধি পায়, স্বাভাবিক কোষকে ঠেলে দেয় এবং নানা ধরনের উপসর্গ তৈরি করে।

লিউকেমিয়া হলো শিশুদের সবচেয়ে সাধারণ ক্যান্সার। প্রতি বছর শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রায় ৪ হাজার শিশু এ দ্বারা আক্রান্ত হয়।

শিশুদের লিউকেমিয়ার লক্ষণসমূহ

শিশুদের লিউকেমিয়ার সঠিক কারণ অধিকাংশ ক্ষেত্রে জানা যায় না। তবে লক্ষণগুলো শিশুর ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। ক্রনিক লিউকেমিয়ার লক্ষণ ধীরে ধীরে দেখা দেয়; কিন্তু অ্যাকিউট লিউকেমিয়ার লক্ষণ হঠাৎ প্রকাশ পেতে পারে। অনেক সময় এগুলো সাধারণ শিশুর অসুখের সঙ্গে মেলানো সহজ। শুধু কিছু লক্ষণ দেখা মানেই শিশুর লিউকেমিয়া আছে, এমন নয়।

শিশুদের লিউকেমিয়ার সাধারণ লক্ষণ

রক্ত পড়া এবং সোজা চোটে সহজে দাগ পড়া : লিউকেমিয়ার শিশুরা সাধারণত ছোট চোট বা নাক দিয়ে রক্ত বের হওয়ার পরও বেশি রক্তপাত করতে পারে। সহজে দাগ বা নীলচে দাগও হতে পারে। ছোট ছোট লাল দাগও দেখা দিতে পারে, যাকে পেটিচিয়া বলা হয়।

রক্ত জমে যাওয়ার ক্ষমতা স্বাভাবিক স্বাস্থ্যকর প্লেটলেটের ওপর নির্ভর করে। লিউকেমিয়ার শিশুর রক্ত পরীক্ষা করলে কম প্লেটলেট পাওয়া যায়।

পেট ব্যথা এবং খিদে কম থাকা : লিউকেমিয়ার শিশুরা পেট ব্যথা অনুভব করতে পারে। কারণ লিউকেমিয়ার কোষ স্লিপার, লিভার, কিডনিতে জমে এগুলো বড় হয়ে যেতে পারে। কখনো ডাক্তার বড় হওয়া অঙ্গগুলো স্পর্শ করতে পারেন। শিশুরা ঠিকমতো খেতে পারবে না বা খিদে কম থাকতে পারে। ওজন কমে যাওয়াও সাধারণ।

শ্বাসকষ্ট : লিউকেমিয়ার কোষ থাইমাস গ্রন্থির চারপাশে জমতে পারে, যা গলার নিচে থাকে। এতে শ্বাসকষ্ট বা নিঃশ্বাস নিতে অসুবিধা হতে পারে। ফুসফুসের নোড ফুলে যাওয়াও শ্বাসকষ্টের কারণ হতে পারে। শিশুরা কাশিতে ভুগতে পারে বা শ্বাস কষ্ট পেতে পারে।

বারবার সংক্রমণ : সাদা রক্তকোষ সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে, কিন্তু লিউকেমিয়ার অম্যাচিউর কোষ ঠিকমতো কাজ করতে পারে না। ফলে শিশুরা বারবার ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণে আক্রান্ত হতে পারে। কাশি, জ্বর, নাক দিয়ে পানি পড়া সাধারণ লক্ষণ। এমন সংক্রমণ প্রায়ই অ্যান্টিবায়োটিক দিয়ে কমে না।

ফোলা অংশ : লিম্ফ নোড রক্ত ছাঁকতে সাহায্য করে, কিন্তু লিউকেমিয়ার কোষ এতে জমে ফোলাভাব করতে পারে। সাধারণ স্থানগুলো হলো:

- বাহুর/ হাতের নিচে

- গলার পাশে

- কলারবোনের উপরে

- কমরের অংশে

কখনো কখনো থাইমাস ফোলা হলে মুখ, বাহু, ও উপরের বুকের রঙ নীলচে-লাল হয়ে যেতে পারে। মাথা ব্যথা ও মাথা ঘোরা হতে পারে।

হাড় ও জয়েন্টে ব্যথা : রক্ত হাড়ের ম্যারোতে তৈরি হয়। লিউকেমিয়ায় কোষ দ্রুত বৃদ্ধি পায়, ফলে হাড় ও জয়েন্টে ব্যথা হতে পারে। কিছু শিশু নিচের পিঠে ব্যথা অনুভব করে, কেউ কেউ পায়ে ব্যথার কারণে হেঁটে সমস্যা অনুভব করতে পারে।

রক্তাল্পতা (অ্যানিমিয়া) : লাল রক্তকোষ (RBC) শরীরে অক্সিজেন পৌঁছায়। কোষের অতিরিক্ত বৃদ্ধি রক্তাল্পতা তৈরি করে। লক্ষণ- ক্লান্তি, ফ্যাকাশে ত্বক, দ্রুত শ্বাস নেওয়া। কিছু শিশু দুর্বলতা বা মাথা ঘোরা অনুভব করে।

লিউকেমিয়ার শিশুর ভবিষ্যৎ : শুধু কিছু লক্ষণ দেখা মানেই লিউকেমিয়ার প্রমাণ নয়। শিশুদের লিউকেমিয়ার বিভিন্ন ধরন আছে, এবং অনেক ফ্যাক্টর ভবিষ্যৎ প্রভাবিত করে। সময়মতো সঠিক নির্ণয় ও চিকিৎসা ভালো ফলাফল আনতে সাহায্য করে।

কিছু লিউকেমিয়ার ধরনের বেঁচে থাকার হার সময়ের সঙ্গে বাড়ছে। চিকিৎসা উন্নতির কারণে আজকের দিনে আক্রান্ত শিশুদের জন্য আশা আরও বেশি।

সূত্র: হেলথলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাটজিপিটির ব্রাউজার অ্যাটলাস কি পারছে গুগল ক্রোমকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে

যে কারণে ঢাকায় আসতে পারছেন না জাকির নায়েক

মহাসড়কের পাশে পড়ে ছিল অটোচালকের গলাকাটা মরদেহ

৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন 

মামদানির আসল লড়াই এখনো বাকি

সমালোচনার পর পোস্ট ডিলিট করলেন ইরফান

প্রতিটি মুহূর্তে তোমাকে পাশে চাই : স্ত্রীকে মামদানি

টেকনাফ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়কের মরদেহ উদ্ধার

জাহানারার সেই সাক্ষাৎকারের কড়া জবাব দিলেন জ্যোতি

‘ভলিউম বাড়ান’, বিজয় ভাষণে ট্রাম্পকে মামদানি

১০

আ.লীগ নেত্রী ঝুমাসহ গ্রেপ্তার ৭

১১

‎ভাতিজার জানাজা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাচা

১২

ফেসবুক থেকে আয় করবেন যেভাবে

১৩

প্রতিপক্ষের জালে ৭ গোল দিল ব্রাজিল

১৪

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে যা বললেন নাহিদ

১৫

স্মার্ট টিভিতে এআই বদলে দিচ্ছে বিনোদনের ধরন

১৬

বজ্রপাতের আগুনে পুড়ল ২৩ দোকান

১৭

আবারও আইনি জটিলতায় বলিউড ভাইজান

১৮

বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়গান / গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা’র ওয়ার্ল্ড লাক্সারি এ্যাওয়ার্ড জয়

১৯

হানিয়ার প্রেম নিয়ে নতুন গুঞ্জন

২০
X