কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ফতোয়া দিয়ে নারীর ভোট দেওয়ার অধিকার বন্ধের চেষ্টা চালানো হচ্ছে’

সকালে বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে ‘বাংলাদেশের নারীর মানবাধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
সকালে বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে ‘বাংলাদেশের নারীর মানবাধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

চাঁদপুরের তিনটি ইউনিয়নসহ দেশের কোনো কোনো এলাকায় ফতোয়া দিয়ে নারীর ভোট দেওয়ার অধিকার বন্ধের চেষ্টা চালানোর হচ্ছে। দেশের প্রত্যেক নাগরিকের ভোট, উত্তারাধিকারের সমান অধিকার থাকবে, অথচ উত্তরাধিকার আইনে তার কোনো প্রতিফলন নেই। নারীর প্রতি বৈষম্যবিলোপ ও সকল নাগরিকের জন্য সমনাগরিকত্বের অধিকার নিশ্চিতের দাবি জানান বিশিষ্টজনেরা।

রোববার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে ‘বাংলাদেশের নারীর মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এমন মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ফওজিয়া মোসলেম ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ এর সম্পাদক শ্যামল দত্ত। সঞ্চালনা করেন বিএনপিএস-এর পরিচালক শাহনাজ সুমী।

সভাপ্রধানের বক্তব্যে বিএনপিএসের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা রোকেয়া কবির বলেন, জনগোষ্ঠীর ৫০ শতাংশর বেশী নারী, অথচ তাদের বিরুদ্ধে ও অপরাপর প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে, তাদের প্রতি বৈষম্য টিকিয়ে রাখতে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধের মাধ্যমে, যেখানে নারীর অবদান অনস্বীকার্য। অথচ জাতীয় বাজেটে নারীর জন্য যথেষ্ট বরাদ্দ দেওয়া হয় না। দেশের অর্ধেক জনগোষ্ঠীর জন্য একটি আলাদা মন্ত্রণালয় দরকার। আলাদা মন্ত্রণালয় থাকলে নারীদের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করা সহজতর হবে।

বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ফওজিয়া মোসলেম বলেন, উত্তরাধিকার ও পারিবারিক সম্পত্তিতে নারীর সমান অধিকারহীনতাই পরিবারে ও সমাজে নারীকে অধস্তন করে রাখে, যা যৌতুক, বাল্যবিয়েসহ নারী ও মেয়েদের প্রতি সহিংসতার অন্তর্নিহিত মূল কারণ।

ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, সংবিধান অনুযায়ী সকল নাগরিকের সমঅধিকার থাকার কথা, সংবিধানের ১৬, ২৭, ২৮ ধারা অনুযায়ী কোনো প্রকার বৈষম্য রাষ্ট্র করবে না। এমনকি যদি কোনো আইনি ধারা কোথাও থাকে সেটিও বাতিল বলে গণ্য হবে। উত্তরাধিকার আইনের ধারাগুলি সংবিধানের ধারাগুলির সাথে সাংঘর্ষিক, এগুলো বাতিল হওয়ার কথা, কিন্তু সেটি হতে দেখি না। নারী সমানাধিকার থেকে বঞ্চিত।

জাতীয় প্রেসক্লাবের সাধরণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, নারী ও মেয়েদের প্রতি সহিংসতা পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতাকে ব্যাহত করে। এটি স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক সুরক্ষা, ন্যায়বিচার এবং উৎপাদনশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বাড়িয়ে দেয়, যা পরিবার, সমাজ ও রাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে সহিংসতা প্রতিরোধ করা দরকার। টেকনোলজির যথেচ্ছা ব্যবহার নারীর জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানব পাচার মোকাবিলায় বিচারিক প্রক্রিয়ার সহায়তায় বেঞ্চবুক উদ্বোধন

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

খুলনায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

চেক প্রজাতন্ত্র / দুই ট্রেনের সংঘর্ষে আহত প্রায় অর্ধশত

এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন কিডনি ক্যানসারে ভুগছেন

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে : আইন উপদেষ্টা

এক দিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫

বর্তমান চ্যাম্পিয়ন ইনকিলাবকে হারিয়ে কালবেলার দ্বিতীয় জয়

স্কুলশিক্ষার্থীদের নিয়ে লায়ন কল্লোলের হাইজিন ক্যাম্পেইন শুরু

১০

খেজুর গাছ থেকে পড়ে শিবির নেতার মৃত্যু

১১

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন অনলাইনে

১২

কায়সার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মবিনা জান্নাত

১৩

সাভারে তারেক রহমানের জন্মদিনে মানবিক সেবা

১৪

আবারও ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল নেপাল, কারফিউ জারি

১৫

‘মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সমন্বয়ে আধুনিকভাবে শিক্ষিত হতে হবে’

১৬

টুর্নামেন্টে নিম্নমানের পুরস্কার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

১৭

শঙ্কা দূর না হলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

১৮

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ : দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা

১৯

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবার শপথ নিলেন নীতিশ কুমার

২০
X