রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে গৃহকর্মী প্রীতি উরানের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, বিচার এবং ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।
গতকাল রোববার নারীপক্ষ, হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)’র এ বিষয়ে লিখিত বিবৃতি দিয়েছে।
সরকার, পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের কাছে নারীপক্ষ’র দাবি- প্রীতি উরাং-এর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষী প্রত্যেক ব্যক্তিকে বিচারের সামনে নিয়ে আসা। একজন দোষীও যেন কোনোরকম প্রভাব-প্রতিপত্তি খাটিয়ে বা আইনের ফাঁক-ফোকর গলিয়ে বেরিয়ে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানিয়েছে সংস্থাটি।
হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) এ ঘটনার পুনরাবৃত্তিরোধ এবং গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিতে কয়েকটি দাবি উত্থাপন করেছে। গৃহকর্মী হিসেবে শিশুদের ব্যবহার বন্ধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ যথাযথভাবে বাস্তবায়ন করা। এ নীতির আলোকে গৃহকর্মীদের সুরক্ষায় আইন প্রণয়ন করা। গৃহকর্মীদের কাজকে ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করা। গৃহকর্মীদের নিবন্ধন জোরদার করার জন্য রাষ্ট্রীয় সংস্থাগুলো থেকে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা।
মন্তব্য করুন