কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ
নাইজারে অভ্যুত্থান

স্ট্যান্ডবাই সেনাদের প্রস্তুত রাখার নির্দেশ ইকোওয়াসের

নাইজার ইস্যু নিয়ে বৃহস্পতিবার নাইজেরিয়ার রাজধানী আবুজায় জরুরি বৈঠক করেন ইকোওয়াসের রাষ্ট্রপ্রধানরা। ছবি : সংগৃহীত
নাইজার ইস্যু নিয়ে বৃহস্পতিবার নাইজেরিয়ার রাজধানী আবুজায় জরুরি বৈঠক করেন ইকোওয়াসের রাষ্ট্রপ্রধানরা। ছবি : সংগৃহীত

নাইজারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালে সামরিক হস্তক্ষেপের জন্য স্ট্যান্ডবাই সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোওয়াস।

গত মাসের নাইজারের সেনা অভ্যুত্থান নিয়ে গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) নাইজেরিয়ার রাজধানী আবুজায় জরুরি বৈঠক করেন ইকোওয়াসের রাষ্ট্রপ্রধানরা। এ সম্মেলন থেকে স্ট্যান্ডবাই সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে রাখেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। আটকের পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন তারা।

এরপরই দেশটিতে সেনা অভ্যুত্থানের পক্ষে-বিপক্ষে সমাবেশ করতে থাকেন সাধারণ মানুষ। এমনকি সমাবেশ থেকে প্রেসিডেন্টের দলের প্রধান কার্যালয়ে আগুন দিয়েছে অভ্যুত্থানের সমর্থকরা। ফলে প্রেসিডেন্ট সমর্থক ও অভ্যুত্থানের সমর্থকদের মধ্যে সংঘাত থেকে দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়।

অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাতের পর ২৮ জুলাই নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান জেনারেল আবদোরাহমানে চিয়ানি।

তবে তাদের এ অভ্যুত্থানকে ভালোভাবে নেয়নি আফ্রিকা অঞ্চলের ১৫ দেশের জোট ইকোয়াস। ৬ আগস্টের মধ্যে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পুনর্বহালের সময়সীমা বেঁধে দিয়েছিল জোটটি। তা না হলে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কড়া বার্তাও দেওয়া হয়। সামরিক অভিযানের আশঙ্কা থেকে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের সহায়তা চেয়েছে নাইজারের জান্তা সরকার। ইকোয়াসের এই সময়সীমা শেষ হয়েছে।

গতকালের সম্মেলন থেকে বাজুমকে পুনর্বহালে যারা বাধা দেবে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে জোটটি।

ইকোওয়াস চেয়ারম্যান ও নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু বলেন, কোনো বিকল্পই বাধ দেওয়া হচ্ছে না। সর্বশেষ উপায় হলো সামরিক শক্তি প্রয়োগ।

তিনি বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল। নাইজারের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক স্থিতিশীলতার যাত্রায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আমি আশাবাদী আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নাইজারে স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারব। এখনো সব কিছু শেষ হয়ে ‍যায়নি।

এর আগে গত সপ্তাহে সেনা অভ্যুত্থানকারীদের হটিয়ে নির্বাচিত সরকারকে পুনর্বহাল করতে নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা কথা জানিয়েছিল ইকোওয়াস।

ইকোওয়াসের রাজনীতি, শান্তি ও নিরাপত্তাবিষয়ক কমিশনার আবদেল-ফাতাউ মুসা বলেছিলেন, ইকোওয়াস কখন, কোথায় হামলা করবে তা অভ্যুত্থানকারীদের কাছে প্রকাশ করা হবে না। তবে এ বিষয়ে জোটের রাষ্ট্রপ্রধানরাই সিদ্ধান্ত নেবেন।

তবে বিদেশি সামরিক হস্তক্ষেপের নিন্দা করেছে নাইজারের জান্তা সরকার। তারা বলছে, এমন হলে তারাও পাল্টা লড়াই করবে। এ ক্ষেত্রে তাদের সহায়তা করার কথা জানিয়েছে প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসো। এ দুই দেশও ইকোওয়াসের সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক হতাহত, হেফাজতের শোক ও সহায়তার আহ্বান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল ছাত্রদল

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

১০

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

১১

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

১২

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

১৩

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১৪

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১৫

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১৬

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৭

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

১৮

আনাসসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা 

১৯

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক মেহেদী বাঁচতে চান

২০
X