কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

নাইজার সরকার কেন বন্ধ করল বিবিসির সম্প্রচার?

নাইজার সামরিক সরকার বিবিসির প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ ও ‘বিভ্রান্তিকর’ বলেছে। ছবি : সংগৃহীত
নাইজার সামরিক সরকার বিবিসির প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ ও ‘বিভ্রান্তিকর’ বলেছে। ছবি : সংগৃহীত

নাইজারের সামরিক সরকার ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগ তুলে বিবিসির সম্প্রচার তিন মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে।

নাইজারের যোগাযোগমন্ত্রী সিদি মোহাম্মদ রালিউ এ ঘোষণা দিয়ে বলেছেন, বিবিসির প্রতিবেদনে সামাজিক শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি সেনাদের মনোবল দুর্বল করার চেষ্টা করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে জানায়, সম্প্রতি নাইজারের বুর্কিনা ফাসোর সীমান্তবর্তী চাতুমানে নামক গ্রামে এক হামলায় কয়েক ডজন সেনা ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। তবে সামরিক প্রশাসনের দাবি, ওই ঘটনায় কেবল ১০ জন সেনা নিহত হয়েছেন।

সামরিক সরকার বিবিসির ওই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ এবং ‘জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে।

পরবর্তী সময়ে স্থানীয় রেডিও স্টেশনগুলোতে বিবিসির অনুষ্ঠান প্রচার তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। বিবিসি এবং ফ্রেঞ্চ ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করা হতো, যা নাইজারের প্রায় ২৪ লাখ মানুষের কাছে পৌঁছাত।

বিবিসি ছাড়াও ফ্রান্সভিত্তিক রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল (আরএফআই)-এর বিরুদ্ধে ‘গণহত্যা উসকে দেওয়া’ এবং তথ্য বিকৃতির অভিযোগে নাইজারের সামরিক সরকার মামলা দায়ের করেছে। সামরিক সরকার দাবি করেছে, আরএফআই তাদের সম্প্রচারে ফ্রান্সের পক্ষে প্রচারণা চালাচ্ছে।

এদিকে বিবিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের সাংবাদিকতার মান নিয়ে আত্মবিশ্বাসী এবং ভয় বা পক্ষপাতহীনভাবে নাইজার ও আশপাশের অঞ্চলের খবর প্রচার চালিয়ে যাবে।

প্রসঙ্গত, নাইজার, বুর্কিনা ফাসো ও মালি—এই ৩টি দেশ সাম্প্রতিক সময়ে সামরিক শাসনে পরিচালিত হচ্ছে। এসব অঞ্চলে সন্ত্রাসবাদী হামলা এবং জঙ্গিগোষ্ঠীর কার্যক্রম নিয়ন্ত্রণে সরকারগুলো বিদেশি মিডিয়ার ওপর কঠোর অবস্থান নিয়েছে। ফ্রান্স সৈন্য প্রত্যাহার করার পর দেশগুলোর সঙ্গে রাশিয়া ও তুরস্কের মতো নতুন মিত্র নিরাপত্তা সহযোগিতা শুরু করেছে। তবে তাতেও জঙ্গি হামলা বন্ধ হয়নি।

উল্লেখ্য, বিবিসির বিরুদ্ধে এ নাইজারের সামরিক প্রশাসনের এমন সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা হচ্ছে, যা গণমাধ্যমের স্বাধীনতার প্রতি হুমকি হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজাকে দলে পেতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা ক্লাব

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

১০

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১১

৩ লাল কার্ডের ম্যাচে বাংলাদেশকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনার ক্লাব

১২

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

১৩

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

১৪

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

১৫

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

১৬

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

১৭

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

১৮

সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন মুফতি হাবিবুর রহমান

২০
X