কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

নাইজার সরকার কেন বন্ধ করল বিবিসির সম্প্রচার?

নাইজার সামরিক সরকার বিবিসির প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ ও ‘বিভ্রান্তিকর’ বলেছে। ছবি : সংগৃহীত
নাইজার সামরিক সরকার বিবিসির প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ ও ‘বিভ্রান্তিকর’ বলেছে। ছবি : সংগৃহীত

নাইজারের সামরিক সরকার ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগ তুলে বিবিসির সম্প্রচার তিন মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে।

নাইজারের যোগাযোগমন্ত্রী সিদি মোহাম্মদ রালিউ এ ঘোষণা দিয়ে বলেছেন, বিবিসির প্রতিবেদনে সামাজিক শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি সেনাদের মনোবল দুর্বল করার চেষ্টা করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে জানায়, সম্প্রতি নাইজারের বুর্কিনা ফাসোর সীমান্তবর্তী চাতুমানে নামক গ্রামে এক হামলায় কয়েক ডজন সেনা ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। তবে সামরিক প্রশাসনের দাবি, ওই ঘটনায় কেবল ১০ জন সেনা নিহত হয়েছেন।

সামরিক সরকার বিবিসির ওই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ এবং ‘জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে।

পরবর্তী সময়ে স্থানীয় রেডিও স্টেশনগুলোতে বিবিসির অনুষ্ঠান প্রচার তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। বিবিসি এবং ফ্রেঞ্চ ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করা হতো, যা নাইজারের প্রায় ২৪ লাখ মানুষের কাছে পৌঁছাত।

বিবিসি ছাড়াও ফ্রান্সভিত্তিক রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল (আরএফআই)-এর বিরুদ্ধে ‘গণহত্যা উসকে দেওয়া’ এবং তথ্য বিকৃতির অভিযোগে নাইজারের সামরিক সরকার মামলা দায়ের করেছে। সামরিক সরকার দাবি করেছে, আরএফআই তাদের সম্প্রচারে ফ্রান্সের পক্ষে প্রচারণা চালাচ্ছে।

এদিকে বিবিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের সাংবাদিকতার মান নিয়ে আত্মবিশ্বাসী এবং ভয় বা পক্ষপাতহীনভাবে নাইজার ও আশপাশের অঞ্চলের খবর প্রচার চালিয়ে যাবে।

প্রসঙ্গত, নাইজার, বুর্কিনা ফাসো ও মালি—এই ৩টি দেশ সাম্প্রতিক সময়ে সামরিক শাসনে পরিচালিত হচ্ছে। এসব অঞ্চলে সন্ত্রাসবাদী হামলা এবং জঙ্গিগোষ্ঠীর কার্যক্রম নিয়ন্ত্রণে সরকারগুলো বিদেশি মিডিয়ার ওপর কঠোর অবস্থান নিয়েছে। ফ্রান্স সৈন্য প্রত্যাহার করার পর দেশগুলোর সঙ্গে রাশিয়া ও তুরস্কের মতো নতুন মিত্র নিরাপত্তা সহযোগিতা শুরু করেছে। তবে তাতেও জঙ্গি হামলা বন্ধ হয়নি।

উল্লেখ্য, বিবিসির বিরুদ্ধে এ নাইজারের সামরিক প্রশাসনের এমন সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা হচ্ছে, যা গণমাধ্যমের স্বাধীনতার প্রতি হুমকি হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর

বিদ্যুতায়িত মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো গেলেন পুলিশের ১৮০ সদস্য

স্কিন ক্যান্সারে আক্রান্ত সাবেক তারকা ক্রিকেটারের আবেগঘন বার্তা

সবুজের আঁচলে পাহাড়ি জীবনের ভরসা জুম চাষ

আর্জেন্টিনাকে যে শাস্তি দিল ফিফা

আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আসছে বাহুবলি: দ্য এপিক

দীর্ঘ ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস কোনটি, শচীনের উত্তর শুনে অবাক সবাই

১০

নদীপাড়ের ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব

১১

ইসরায়েলি ড্রোন হামলায় কেঁপে উঠল দামেস্ক, ৬ সেনা নিহত

১২

জেনে নিন যে ৫ ভুলে ফ্রিজ বারবার নষ্ট হচ্ছে

১৩

পাশের ঘরে বরকে অপেক্ষায় রেখে নববধূর কাণ্ড

১৪

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

১৫

বাগদান সারলেন টেইলর সুইফট

১৬

ফের চটলেন আলিয়া

১৭

সৌম্যের ব্যাটে তাণ্ডব, কিপটে মুস্তাফিজ : প্রস্তুতি ম্যাচে কে কেমন করলেন

১৮

সুহানার ছবিতে শাহরুখের মন্তব্য, সরগরম নেটদুনিয়া

১৯

জিআই পণ্যের স্বীকৃতি পেল ফুলবাড়িয়ার লাল চিনি

২০
X