কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

নাইজার সরকার কেন বন্ধ করল বিবিসির সম্প্রচার?

নাইজার সামরিক সরকার বিবিসির প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ ও ‘বিভ্রান্তিকর’ বলেছে। ছবি : সংগৃহীত
নাইজার সামরিক সরকার বিবিসির প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ ও ‘বিভ্রান্তিকর’ বলেছে। ছবি : সংগৃহীত

নাইজারের সামরিক সরকার ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগ তুলে বিবিসির সম্প্রচার তিন মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে।

নাইজারের যোগাযোগমন্ত্রী সিদি মোহাম্মদ রালিউ এ ঘোষণা দিয়ে বলেছেন, বিবিসির প্রতিবেদনে সামাজিক শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি সেনাদের মনোবল দুর্বল করার চেষ্টা করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে জানায়, সম্প্রতি নাইজারের বুর্কিনা ফাসোর সীমান্তবর্তী চাতুমানে নামক গ্রামে এক হামলায় কয়েক ডজন সেনা ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। তবে সামরিক প্রশাসনের দাবি, ওই ঘটনায় কেবল ১০ জন সেনা নিহত হয়েছেন।

সামরিক সরকার বিবিসির ওই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ এবং ‘জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে।

পরবর্তী সময়ে স্থানীয় রেডিও স্টেশনগুলোতে বিবিসির অনুষ্ঠান প্রচার তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। বিবিসি এবং ফ্রেঞ্চ ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করা হতো, যা নাইজারের প্রায় ২৪ লাখ মানুষের কাছে পৌঁছাত।

বিবিসি ছাড়াও ফ্রান্সভিত্তিক রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল (আরএফআই)-এর বিরুদ্ধে ‘গণহত্যা উসকে দেওয়া’ এবং তথ্য বিকৃতির অভিযোগে নাইজারের সামরিক সরকার মামলা দায়ের করেছে। সামরিক সরকার দাবি করেছে, আরএফআই তাদের সম্প্রচারে ফ্রান্সের পক্ষে প্রচারণা চালাচ্ছে।

এদিকে বিবিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের সাংবাদিকতার মান নিয়ে আত্মবিশ্বাসী এবং ভয় বা পক্ষপাতহীনভাবে নাইজার ও আশপাশের অঞ্চলের খবর প্রচার চালিয়ে যাবে।

প্রসঙ্গত, নাইজার, বুর্কিনা ফাসো ও মালি—এই ৩টি দেশ সাম্প্রতিক সময়ে সামরিক শাসনে পরিচালিত হচ্ছে। এসব অঞ্চলে সন্ত্রাসবাদী হামলা এবং জঙ্গিগোষ্ঠীর কার্যক্রম নিয়ন্ত্রণে সরকারগুলো বিদেশি মিডিয়ার ওপর কঠোর অবস্থান নিয়েছে। ফ্রান্স সৈন্য প্রত্যাহার করার পর দেশগুলোর সঙ্গে রাশিয়া ও তুরস্কের মতো নতুন মিত্র নিরাপত্তা সহযোগিতা শুরু করেছে। তবে তাতেও জঙ্গি হামলা বন্ধ হয়নি।

উল্লেখ্য, বিবিসির বিরুদ্ধে এ নাইজারের সামরিক প্রশাসনের এমন সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা হচ্ছে, যা গণমাধ্যমের স্বাধীনতার প্রতি হুমকি হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউতে অভিবাসনপ্রত্যাশীদের শীর্ষে বাংলাদেশিরা

নির্বাচনকে কেন্দ্র করে সংকট তৈরির ষড়যন্ত্র শুরু হয়েছে: ফারুক

সকালের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড় হতে পারে

সোহাগ হত্যায় কীভাবে আসামিদের গ্রেপ্তার করা হয় জানাল ডিএমপি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না: রিজভী

টানা বৃষ্টিতে পাহাড় ধসে বন্ধ সড়ক, ভোগান্তিতে সাধারণ মানুষ 

তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না : নাহিদ

ফেনীর বন্যা ঠেকাতে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন বেতনকাঠামো

১০

জিপিএ ৫ না পেয়ে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যা

১১

মিটফোর্ডের নৃশংসতা সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ : সাকি

১২

কমোডে ফ্ল্যাশ করে স্ত্রীর লাশ গুমের চেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৩

বিএনপিতে শুদ্ধি অভিযানের সিদ্ধান্ত

১৪

মহাসড়ক তো নয়, যেন মহাযন্ত্রণা

১৫

মিটফোর্ডের সামনে হত্যাকাণ্ড / সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

১৬

মানিকগঞ্জের সেই বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

১৭

এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

১৮

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

১৯

ডাবল বাগেল দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়নতেক

২০
X