কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আলাউদ্দিন জিহাদির নামে মিথ্যা ছড়াচ্ছে আ.লীগ : প্রেস উইং

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে অস্থিতিশীলতা তৈরি ও জনগণকে বিভ্রান্ত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে মুফতি আলাউদ্দিন জিহাদির দেওয়া মিথ্যা বক্তব্য ছড়াচ্ছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

রোববার (২০ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ দাবি করা হয়।

ফেসবুকে সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি মুফতি আলাউদ্দিন জিহাদি নামে এক বক্তা দাবি করেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন।’

আরও উল্লেখ করা হয়, ‘আলাউদ্দিন জিহাদির এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগপন্থী রাজনৈতিক ব্যক্তিরা এটি ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ মিথ্যা ও বানোয়াট প্রচারণা মূলত অধ্যাপক ইউনূস ও তার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ।’

স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে, অধ্যাপক ইউনূসের সংগঠন গ্রামীণ আমেরিকা ইসরায়েলকে এক কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে, এমন দাবি প্রথমে ২০২৩ সালের অক্টোবরে ‘বাংলা ইনসাইডার’ নামে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। পরে এটি ধীরে ধীরে অন্য কিছু অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমেও প্রকাশ পায়।

এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তথ্যের সত্যতা যাচাইকারী বেসরকারি প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার ফ্যাক্ট-চেকিং অনুসন্ধান করে।

সংস্থাটির তদন্তে জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনিদের ওপর নির্মম হামলার সময় বাংলাদেশে ছড়ানো হয় যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইসরায়েলকে এক হাজার কোটি টাকা সহায়তা দিয়েছেন।

তাদের অনুসন্ধানে আরও উঠে আসে, ২০২৩ সালের ১৩ অক্টোবর আওয়ামী লীগের প্রচারণামূলক অনলাইন মিডিয়া বাংলা ইনসাইডার একটি ভুয়া প্রতিবেদন প্রকাশ করে এবং তা ছড়িয়ে দেয়।

প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি এই তথ্য সমর্থন করেছে। কিন্তু সেই সময় ইসরায়েলি মন্ত্রণালয় থেকে প্রকাশিত কোনো বিবৃতিতে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রিউমর স্ক্যানারকে নিশ্চিত করে যে এমন কোনো বিবৃতি তারা প্রকাশ করেনি।

এ ছাড়া ইসরায়েলি সাংবাদিক ও ফ্যাক্ট-চেকাররাও রিউমর স্ক্যানারকে জানান, তারা এমন কোনো সহায়তার বিষয়ে অবগত নন। একই সঙ্গে ইউনূস সেন্টারও নিশ্চিত করে যে এই বিষয়টি মিথ্যা, বলা হয়েছে বিবৃতিতে।

এ পরিস্থিতিতে প্রেস উইং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সব আলেম, ওলামা ও দায়িত্বশীল নাগরিকদের বিভ্রান্ত না হওয়ার এবং যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের প্রোপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের দেশে ফেরার তারিখ জানালেন মির্জা ফখরুল

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক : স্বাস্থ্যের ডিজি

হাদিকে গুলি : হামলাকারীদের বিষয়ে ডিএমপির অনুরোধ

বিএনপি বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চায় : মঈন খান

ডিএনএ বদলাতে শুরু করেছে মেরু ভালুক

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

লাফ দিয়ে কাঁধে কামড় বসিয়ে দিল কুকুর, ভিডিও ভাইরাল

গুলিবিদ্ধের ঘটনায় যা বললেন ওসমান হাদির বোন

হাদির অবস্থা ‌‘ক্রিটিক্যাল’, তিনি বেঁচে আছেন : ডা. জাহিদ হাসান

১০

ওসমান হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে

১১

রাজধানীতে চলন্ত বাসে আগুন

১২

‘যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা হাদিকে গুলি করেছে’

১৩

হাদির মাথায় গুলি পাওয়া যায়নি, বেরিয়ে গেছে : ঢামেক হাসপাতাল পরিচালক

১৪

সীমান্ত থেকে ৭টি ছাগল ধরে নিয়ে যায় বিএসএফ, অতঃপর...

১৫

‘মোটরসাইকেলে করে আসা দুজন সম্প্রতি ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিলেন’

১৬

বিমানের ডানায় আটকে গেলেন স্কাইডাইভার, অতঃপর...

১৭

জাতীয় দলের জার্সি থেকে যে কারণে দূরে ছিলেন ডি কক

১৮

রাতের আঁধারে কার্পেটিং, উঠে যাচ্ছে হাতের সঙ্গে

১৯

ফিল্মি কায়দায় হাদিকে গুলি, ইসির উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

২০
X