বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৯:০৫ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

সত্যিই গর্ভবতী নারী পুলিশ সদস্য নিহত হয়েছিলেন কি?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি করা ছবি। ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি করা ছবি। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন গর্ভবতী নারী পুলিশ সদস্য ও কয়েকজন মারমুখী পুরুষের একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ছবিটি গত আগস্টের আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গর্ভবতী নারী কনস্টেবলের, যাকে আন্দোলনকারীরা হত্যা করেছেন।

এ ছাড়া সুনির্দিষ্টভাবে থানার নাম উল্লেখ করা ছাড়া জুলাই-আগস্ট আন্দোলনে গর্ভবতী নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন দাবিতেও আলোচিত ছবিটি প্রচার করা হয়েছে।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গেল আগস্টের আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় গর্ভবতী নারী পুলিশ সদস্য নিহত হওয়ার দাবিটি সঠিক নয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে অন্য কোথাও কোন নারী পুলিশ সদস্যের নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তা ছাড়া আলোচিত দাবিতে প্রচারিত ছবিটিও আসল নয় বরং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ছবিটি আসল দাবিতে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া ওই ছবিটি পর্যবেক্ষণ করলে তাতে থাকা মানুষ ও অঙ্গভঙ্গির মধ্যেও অস্বাভাবিকতা লক্ষ করা যায়।

রিউমর স্ক্যানার জানায়, ছবিটি এআই কনটেন্ট যাচাইকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশন দিয়ে যাচাই করলে তাতে আলোচিত ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ দেখা যায়। একইভাবে ছবিটি এআই কনটেন্ট যাচাইকারী আরেক প্ল্যাটফর্ম ‘এআই অর নট‘ দিয়ে যাচাই করলে তাতেও আলোচিত ছবিটি এআই দিয়ে তৈরি বলে উল্লেখ করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রকাশিত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় নিহত পুলিশ সদস্যদের তালিকায় এনায়েতপুর থানার পাশাপাশি পুরো পুলিশ বাহিনীতে কোনো নারী পুলিশ সদস্যের মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গেল আগস্টের আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে এক গর্ভবতী নারী পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে, এমন দাবি আগেও ছড়িয়েছে। সে সময় এ বিষয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং গেল আগস্টের আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় এক গর্ভবতী নারী পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে এবং প্রচারিত ছবিটি সেই নারীর শীর্ষক দাবিগুলো মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

যে কারণে আলিয়ার সঙ্গে অভিনয়ে আগ্রহী ইমরান হাশমি

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য আটক

ঢাবির বাসে হামলা, ৫ জন গ্রেপ্তার 

চীন সফর করেছেন খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা

টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আপিল বিভাগের রায় / সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড

চট্টগ্রামে টাইগারদের দাপট, বৃষ্টির আগেই বাংলাদেশ নিয়ন্ত্রণে ম্যাচ!

আনিসুল, সালমান ও চৌধুরী মামুন ফের রিমান্ডে 

অল্পতেই পার পেলেন রুডিগার!

১০

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে 

১১

চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করার চরম পরিণতি

১২

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বললেন কারাবন্দি ইমরান খান

১৩

ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির

১৪

ধানের ট্রাকে চাঁদাবাজি, বিএনপি-যুবদলের ৩ নেতা আটক

১৫

হাজিদের সুবিধা দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মক্কা পুলিশ

১৬

পলিথিনে মোড়ানো অ্যাম্বুলেন্স রিকশাভ্যানই রোগীদের ভরসা

১৭

দোকানের বারান্দায় পড়ে ছিল যুবকের মরদেহ

১৮

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল

১৯

রোমে বৈশাখী উৎসব উদযাপন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

২০
X