নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কোয়ারা রাজ্যে নাইজার নদীতে গত সোমবার ভোরে নৌকাটি ডুবে যায়।
গতকাল মঙ্গলবার স্থানীয় পুলিশের মুখপাত্র ওকাসানমি আজাইয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা উসমান ইব্রাহিম জানান, নিহত ব্যক্তিরা নাইজার রাজ্যের এগবোটি গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। নৌকাটিতে শতাধিক আরোহী ছিলেন।
এ ঘটনায় কেউ বেঁচে ফিরেছেন কিনা, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
ইব্রাহিম বলেন, ‘দুর্ঘটনাটি দিবাগত রাত ৩টার দিকে ঘটে। সে জন্য অনেকেই ডুবে গেছেন এবং কয়েক ঘণ্টা পরও ঘটনাটি অজানা থেকে যায়।’
স্থানীয় সংবাদমাধ্যম নাইজেরিয়ান ট্রিবিউন জানায়, নৌকার যাত্রীরা কোয়ারা রাজ্যের কপাদা, এগবু ও গাকপান গ্রামের বাসিন্দা।
এর আগে ২০২১ সালের মে মাসে একই এলাকার কাছাকাছি নাইজার রাজ্যে একটি নৌকা ডুবে যায়। ওই দুর্ঘটনায় অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছিল।
মন্তব্য করুন