কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙারি ব্যবসা করে বানালেন স্বর্ণের বাড়ি

স্বর্ণের বাড়ি তৈরি করেছেন ভিয়েতনামের ব্যবসায়ী ভিনহ থোন। ছবি : সংগৃহীত
স্বর্ণের বাড়ি তৈরি করেছেন ভিয়েতনামের ব্যবসায়ী ভিনহ থোন। ছবি : সংগৃহীত

যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলে পাইতে পার অমূল্য রতন। বাস্তবেও অনেকটা ছাই কুড়িয়েই রীতিমতো নিজের ভাগ্য বদলে ফেলেছেন এক ব্যক্তি। শুনতে অবাক লাগলেও, ওই ব্যক্তি কেবল ভাঙারি বেচেই বানিয়েছেন স্বর্ণের বাড়ি! অবশ্য এজন্য তাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ কুড়ি বছর। কিন্তু নিজের স্বপ্ন ঠিকই বাস্তবায়ন করেছেন ওই ব্যক্তি।

স্বপ্ন ছিল স্বর্ণের বাড়ি বানাবেন। কিন্তু চাইলেই তো আর রাতারাতি এমন বাড়ির মালিক হওয়া যায় না। তাই ভাঙারি ব্যবসা করে ২০ বছর ধরে তিলে তিলে জমিয়েছেন টাকা। আর সে টাকা দিয়েই গড়ে তুলেছেন প্রাসাদসম স্বর্ণের বাড়ি। এমন অবাক কাণ্ড ঘটানো ব্যক্তির নাম এনগুয়েন ভিনহ থোন। তিনি ভিয়েতনামের ব্যবসায়ী।

ভিডিও ফুটেজে দেখা যায়, ২৪ ক্যারেট গোল্ডের তৈরি ওই বাড়ি আলোয় ঝলমল করছে। পুরো বাড়িই স্বর্ণে মোড়া। বাড়ির সিলিং ও দেয়াল থেকে শুরু করে ওই বাড়ির ভেতর রয়েছে স্বর্ণের ঝাড়বাতি। রয়েছে স্বর্ণের ঘড়িও। এছাড়া একটি বিশ্রাম কক্ষ এবং একটি বেডরুমেও স্বর্ণের সাজসজ্জা দেখা যায়। ওই বাড়ি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

তাদেরই একজন হোয়াং ল্যান। তিনি বলেন, বাড়িটিতে একটি প্রশস্ত উঠোন রয়েছে। পুরো বাড়িটি স্বর্ণ দিয়ে মোড়া। এটি দেখতে খুব বিলাসবহুল। সামনে থেকে এমন বাড়ি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আরেকজন দর্শনার্থী মিনহ লি। আগেই অনলাইনে তিনি এ বাড়ির ভিডিও দেখেছিলেন। তবে বাস্তবে বাড়িটি দেখে অবাক তিনি। লি বলেন, বাড়ির নকশা এবং আশপাশের খোলা জায়গা দেখে সত্যিই অভিভূত হয়েছি।

বাড়িটির ৪৬ বছর বয়সী মালিক থোন জানান, বেশ কাঠখোড় পোহাতে হয়েছে তাকে। বিশেষ করে বাড়িতে ব্যবহার করা প্যাটার্ন এবং রিলিফগুলো হাতে তৈরি। এজন্য অনেকটা সময় লেগেছে। এছাড়া খারাপ আবহাওয়ার কারণেও বাড়িটি বানাতে দীর্ঘ সময় লেগেছে। ভিয়েতনামি এ ব্যবসায়ীর ইচ্ছা, একদিন স্ত্রী ও চার সন্তানকে নিয়ে এ বাড়িতে থাকবেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এই স্বর্ণ বাড়ির নির্মাণকাজ শুরু হয়। এর পেছনে ব্যয় হয়েছে ৭০ বিলিয়ন ভিয়েতনামি ডং বা ৩৩ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার টাকা। বাড়িটির নির্মাণকাজও প্রায় সম্পন্ন হয়ে এসেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তিন তলা বাড়িটিতে একটি বাগান রয়েছে। পুরো বাড়িটি প্রায় সাড়ে ৩ হাজার স্কয়ার মিটারের ওপর গড়ে তোলা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন সেই বিএনপি নেতার আরেক মেয়ে

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

বিমানবন্দরে লাল-সবুজের বুলেটপ্রুফ বাস 

কেটি পেরির প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আরও ২ ধর্ষণের অভিযোগ

দেশে ফিরে ইতিহাস গড়া চার বিশ্বনেতা

শাহজালাল বিমানবন্দরে মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির সদস্যরা

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২

তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা

দেশের ৫৫ বছরের ইতিহাসে আজ অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে : সালাহউদ্দিন

যুদ্ধবিরতি সত্ত্বেও আলেপ্পোতে টানটান পরিস্থিতি

১০

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান

১১

রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

১২

সিলেট পৌঁছালেন তারেক রহমান

১৩

ন্যান্সির কণ্ঠে গান ‘নেতা আসছে’

১৪

বাংলাদেশের আকাশসীমায় ঢুকে তারেক রহমানের স্ট্যাটাস 

১৫

দেশের আকাশ সীমানায় ঢুকল তারেক রহমানকে বহনকারী বিমান

১৬

বিমানবন্দরে পৌঁছেছে তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি

১৭

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৭

১৮

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

১৯

অভিযানে ৪০ লাখ লিটার তেল জব্দ

২০
X