কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙারি ব্যবসা করে বানালেন স্বর্ণের বাড়ি

স্বর্ণের বাড়ি তৈরি করেছেন ভিয়েতনামের ব্যবসায়ী ভিনহ থোন। ছবি : সংগৃহীত
স্বর্ণের বাড়ি তৈরি করেছেন ভিয়েতনামের ব্যবসায়ী ভিনহ থোন। ছবি : সংগৃহীত

যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলে পাইতে পার অমূল্য রতন। বাস্তবেও অনেকটা ছাই কুড়িয়েই রীতিমতো নিজের ভাগ্য বদলে ফেলেছেন এক ব্যক্তি। শুনতে অবাক লাগলেও, ওই ব্যক্তি কেবল ভাঙারি বেচেই বানিয়েছেন স্বর্ণের বাড়ি! অবশ্য এজন্য তাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ কুড়ি বছর। কিন্তু নিজের স্বপ্ন ঠিকই বাস্তবায়ন করেছেন ওই ব্যক্তি।

স্বপ্ন ছিল স্বর্ণের বাড়ি বানাবেন। কিন্তু চাইলেই তো আর রাতারাতি এমন বাড়ির মালিক হওয়া যায় না। তাই ভাঙারি ব্যবসা করে ২০ বছর ধরে তিলে তিলে জমিয়েছেন টাকা। আর সে টাকা দিয়েই গড়ে তুলেছেন প্রাসাদসম স্বর্ণের বাড়ি। এমন অবাক কাণ্ড ঘটানো ব্যক্তির নাম এনগুয়েন ভিনহ থোন। তিনি ভিয়েতনামের ব্যবসায়ী।

ভিডিও ফুটেজে দেখা যায়, ২৪ ক্যারেট গোল্ডের তৈরি ওই বাড়ি আলোয় ঝলমল করছে। পুরো বাড়িই স্বর্ণে মোড়া। বাড়ির সিলিং ও দেয়াল থেকে শুরু করে ওই বাড়ির ভেতর রয়েছে স্বর্ণের ঝাড়বাতি। রয়েছে স্বর্ণের ঘড়িও। এছাড়া একটি বিশ্রাম কক্ষ এবং একটি বেডরুমেও স্বর্ণের সাজসজ্জা দেখা যায়। ওই বাড়ি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

তাদেরই একজন হোয়াং ল্যান। তিনি বলেন, বাড়িটিতে একটি প্রশস্ত উঠোন রয়েছে। পুরো বাড়িটি স্বর্ণ দিয়ে মোড়া। এটি দেখতে খুব বিলাসবহুল। সামনে থেকে এমন বাড়ি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আরেকজন দর্শনার্থী মিনহ লি। আগেই অনলাইনে তিনি এ বাড়ির ভিডিও দেখেছিলেন। তবে বাস্তবে বাড়িটি দেখে অবাক তিনি। লি বলেন, বাড়ির নকশা এবং আশপাশের খোলা জায়গা দেখে সত্যিই অভিভূত হয়েছি।

বাড়িটির ৪৬ বছর বয়সী মালিক থোন জানান, বেশ কাঠখোড় পোহাতে হয়েছে তাকে। বিশেষ করে বাড়িতে ব্যবহার করা প্যাটার্ন এবং রিলিফগুলো হাতে তৈরি। এজন্য অনেকটা সময় লেগেছে। এছাড়া খারাপ আবহাওয়ার কারণেও বাড়িটি বানাতে দীর্ঘ সময় লেগেছে। ভিয়েতনামি এ ব্যবসায়ীর ইচ্ছা, একদিন স্ত্রী ও চার সন্তানকে নিয়ে এ বাড়িতে থাকবেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এই স্বর্ণ বাড়ির নির্মাণকাজ শুরু হয়। এর পেছনে ব্যয় হয়েছে ৭০ বিলিয়ন ভিয়েতনামি ডং বা ৩৩ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার টাকা। বাড়িটির নির্মাণকাজও প্রায় সম্পন্ন হয়ে এসেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তিন তলা বাড়িটিতে একটি বাগান রয়েছে। পুরো বাড়িটি প্রায় সাড়ে ৩ হাজার স্কয়ার মিটারের ওপর গড়ে তোলা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

জামায়াতের সঙ্গে সমঝোতায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে : সামান্তা শারমিন 

হিন্দু-মুসলিম বড় বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশি : সেলিমুজ্জামান

সিরিয়ার শ্রমবাজার এখন কেমন?

ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ

পশ্চিমা চাপকে ‘সরাসরি লড়াই’ বললেন ইরানের প্রেসিডেন্ট

শিশুরা মাটি খুঁড়তেই বেরিয়ে এলো মানুষের মাথার খুলি

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা অপু গ্রেপ্তার

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত

১০

ভ্রমণকালে ব্যাগে একটি টেনিস বল রাখলে কী হয়, জানলে অবাক হবেন

১১

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

১২

২৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৩

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

১৪

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

১৫

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

১৬

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

১৭

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

১৮

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

১৯

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

২০
X