কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০২:১৭ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

পানির নিচে ছিল ৩০০ বছরের পুরোনো শহর

হারিয়ে যাওয়া সেই শহর। ছবি : সংগৃহীত
হারিয়ে যাওয়া সেই শহর। ছবি : সংগৃহীত

একসময় ছিল প্রাণের স্পন্দন, ছিল কোলাহল। কিন্তু কোলাহলে ভরা সেই শহর হারিয়ে যায় কালের বিবর্তনে। তবে হারিয়ে যাওয়া সেই শহরের খোঁজ মিলেছে আবারও। প্রায় পাঁচ দশক পানির নিচে ডুবে থাকার পর উঁকি দিয়েছে শহরটি। ৩০০ বছরের পুরোনো সেই শহরে রয়েছে আনন্দ, হাসি-কান্নার গাথা।

সাড়ে ৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইন। সাগরের বুক চিড়ে দাঁড়িয়ে থাকা দ্বীপ রাষ্ট্রটির বিভিন্ন এলাকার জলাধার প্রচণ্ড গরমে শুকিয়ে যায়। গত এপ্রিল মাসে তেমনই এক ঘটনায় বেরিয়ে আসে ৩০০ বছর পুরোনো একটি শহর। ফিলিপাইনের নুয়েভা এচিজা অঞ্চলের পান্তাবানগানে ওই শহরের অবস্থান। ভিডিও ফুটেজে দেখা যায়, জেগে ওঠার পর ওই শহরের একটি পুরোনো চার্চ দৃশ্যমান হয়েছে।

আসলে কয়েক দশক ধরে পানির নিচেই ডুবে ছিল পান্তাবানগানের এই শহরটি। তবে সেখানকার একটি জলাধার প্রচণ্ড গরমের কারণে শুকিয়ে যাওয়ার পর পুরোনো শহরটির দেখা মেলে। শহরটি ভেসে ওঠার পর এখন সেখানে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। দৃশ্যমান হওয়া এই শহরের মাটিতে বিভিন্ন ফাটল দেখতে পাওয়া যায়। তবে অজানা এই শহরে রহস্য জানতে পর্যটকদের আগ্রহের যেন শেষ নেই।

হঠাৎ ভেসে ওঠা এই শহর দেখতে ছুটে এসেছেন রোওয়েল লুসেনা নামের একজন পর্যটক। লুসেনার ভাষায়, পুরোনো এই শহর দেখতে তার মতো আরও অনেকই আসছেন দূরদূরান্ত থেকে। শহরে দেখার মতো কিছু না থাকলেও ভাঙাচোরা ওই চার্চ নিয়ে পর্যটকের আগ্রহের কমতি নেই। পান্তাবানগান শহরের জন্য একটি জলাধার করার পর ১৯৭০-র দশকে ডুবে যায় পুরোনো ওই শহরটি।

বাঁধ দিয়ে ওই জলাধার তৈরি করা হয়। এরপর ডুবে গেলেও এবার ভেসে ওঠার পর সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রকাশ্যে আছে শহরটি, এমনটাই দাবি করেছে স্থানীয় মিডিয়া। চলতি বছর পান্তাবানগান বাঁধের পানির স্তর গেল ৭ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ কমে যায়। স্বাভাবিকভাবে এই জলাধারের পানি ২০০ মিটারের বেশি থাকে।

সামনে শীত আসছে এশিয়ার এই অঞ্চলে। তবে বছরের শুরুর দিকে প্রচণ্ড গরমে পুড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো। তখন গরমের তীব্রতার কারণে বন্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। কোনো কোনো দেশে জারি করা হয়েছিল স্বাস্থ্য সতর্কতা। সে সময় জেগে উঠেছিল প্রায় ৩০০ বছরের পুরোনো এই শহর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলিতে জরুরি অবস্থা / ভয়াবহ দাবানলে নিহত ১৮, বাস্তুচ্যুত ২০ হাজার মানুষ

জানুয়ারির ১৭ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকে 

এলপিজি নিয়ে সুখবর দিল সরকার

পরিত্যক্ত ভবনে ৬ মরদেহ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সিরিয়াল কিলার

সিরিয়া সরকার ও এসডিএফের যুদ্ধবিরতি চুক্তি

পাকিস্তান পয়েন্টে চা খেয়ে ফেরা হলো না ২ ভাইয়ের 

দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : নুরুদ্দিন অপু

জেআইসিতে গুম-নির্যাতন / শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

উচ্চ রক্তচাপে লবণ একেবারে বাদ? শরীরে হতে পারে যে সমস্যাগুলো

বিচ্ছেদের পর সুখবর দিলেন তাহসান খান

১০

বড় ব্যবধানে এগিয়ে থাকার সুযোগ হারাল আর্সেনাল

১১

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১২

সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

পরিত্যক্ত ভবনে রহস্যজনক মৃত্যু, ঝলসানো ২ মরদেহ উদ্ধার

১৪

সাইকেল চালানো শিখিয়েই আয় করলেন ৪৭ লাখ টাকা

১৫

চোখ ভালো আছে তো? যেসব লক্ষণে সতর্ক হবেন

১৬

‘নাটকীয়’ ফাইনালে মরক্কোর স্বপ্ন ভেঙে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল

১৭

ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করল ইউরোপের ৮ দেশ

১৮

দিল্লি-লাহোরের বায়ুদূষণ ভয়াবহ, ঢাকার খবর কী

১৯

গণভোট জনগণের উপরই ছেড়ে দেওয়া উচিত : নুরুদ্দিন অপু

২০
X