নিজের দুই মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ৭০২ বছরের কারাদণ্ড দিয়েছেন মালয়েশিয়ার একটি আদালত। একই সাথে তাকে ২৩৪টি বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি ২০১৮ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত ছয় বছরে ৩০ বার ধর্ষণ করেছেন। তিনি মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ার এলাকার বাসিন্দা। তার বয়স ৫৩ বছর। অভিযুক্ত ব্যক্তি আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন।
সংবাদমাধ্যম জানিয়েছে, ভুক্তভোগী ওই দুই মেয়ের বয়স এখন ১২ ও ১৫ বছর। ধর্ষণে তাদের একজন গর্ভবর্তী হয়ে পড়েন।
প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে প্রসিকিউটররা ওই ব্যক্তির কঠোর সাজার দাবি করেন। তারা বলেন, এ ঘটনায় শিশুদের ওপর যে মানসিক আঘাত বা যে ট্রমার শিকার হয়েছেন তা তাদের জীবনভর বয়ে বেড়াতে হবে। অন্যদিকে নিজের অপরাধ শিকার করে ওই ব্যক্তি সাজা কমানোর আর্জি জানান ।
বিচারক জানিয়েছেন, আসামি অত্যন্ত গুরুতর অপরাধ করেছেন। এজন্য তাকে যে সাজা দেওয়া হয়েছে তা তার অপরাধের বিষয়ে ভাবতে বাধ্য করবে। এই সাজায় অন্যরাও শিক্ষা পাবে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় শিশু যৌন অপরাধসংক্রান্ত মামলায় এ ধরনের সাজা কঠিন কিছু নয়। সম্প্রতি নিজের ১৫ বছর বয়সী মেয়েকে তিন বছরের যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে ২১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও তাকে ৭৫টি বেত্রাঘাতেরও নির্দেশ দেন আদালত।
মন্তব্য করুন