কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন, ক্ষুব্ধ চীন

যুক্তরাষ্ট্র, তাইওয়ান ও চীনের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র, তাইওয়ান ও চীনের পতাকা। ছবি : সংগৃহীত

তাইওয়ান ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইট থেকে তাইওয়ানের বিষয়ে একটি বিবৃতি সরিয়ে ফেলেছে। বিবৃতিতে উল্লেখ ছিল যে, ওয়াশিংটন তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে চীনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

চীনের দাবি, যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পরিবর্তন তাইওয়ানের স্বাধীনতার পক্ষে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে ভুল সংকেত পাঠাচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রকে ‘তার ভুল সংশোধন করতে’ আহ্বান জানিয়েছে তারা।

তাইওয়ান-মার্কিন সম্পর্ক সংক্রান্ত ফ্যাক্ট শিটে আগে উল্লেখ ছিল যে, আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না। গত সপ্তাহে এটি সরিয়ে ফেলা হয় এবং যুক্তরাষ্ট্র এটিকে একটি রুটিন আপডেট বলে অভিহিত করে।

মার্কিন এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এখনো ‘এক চীন’ নীতিতে অটল রয়েছে। এ নীতি অনুসারে তারা তাইওয়ানের পরিবর্তে চীনের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।

অন্যদিকে চীন স্বশাসিত তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন এলাকা হিসেবে দেখে, যা একদিন চীনের অংশ হবে। এ লক্ষ্যে বলপ্রয়োগের বিকল্পও তারা উড়িয়ে দেয়নি। তবে অনেক তাইওয়ানের বাসিন্দা তাদের নিজেদের একটি আলাদা জাতি হিসেবে মনে করে।

নীতির এই পরিবর্তন সম্পর্কে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের ডি ফ্যাক্টো দূতাবাস আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ানের একজন মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, যে ফ্যাক্ট শিটটি আপডেট করা হয়েছে তা তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক সম্পর্ক সম্পর্কে সাধারণ জনগণকে জানানোর জন্য। তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে, উভয় পক্ষের যে কোনো একতরফা অবস্থান পরিবর্তনের বিরোধিতা করি।

রোববার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং যুক্তরাষ্ট্রকে তাদের নীতি পরিবর্তনের জন্য ধন্যবাদ জানান। তিনি এটিকে ইতিবাচক এবং তাইওয়ানবান্ধব ভাষা বলে অভিহিত করেন।

এদিকে সোমবার এক প্রেস কনফারেন্সে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এ নীতির পরিবর্তনকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের গুরুতর পশ্চাৎপসরণ বলে উল্লেখ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, এটি তাইওয়ানের স্বাধীনতার পক্ষে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে একটি ভুল ও গুরুতর সংকেত পাঠাচ্ছে । এছাড়া এটি চীনকে নিয়ন্ত্রণে রাখতে তাইওয়ানকে ব্যবহার করার যুক্তরাষ্ট্রের ভুল নীতির আরেকটি উদাহরণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে হত্যা করে থানায় বাবার আত্মসমর্পণ

পাকিস্তানের পারমাণু অস্ত্র কোথায় মজুত আছে?

অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

টেস্টে ফেল করেও পরীক্ষার টেবিলে বসবে সেই ৫০ শিক্ষার্থী!

১৭ বছর পর বাংলাদেশের ম্যাচ দিয়ে ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

কুমিল্লায় দুই মামলায় আসামিপক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ

বিদ্যুৎ সংকটের অবসান, পুরোদমে চলছে ডিইপিজেডে উৎপাদন

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা 

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা 

১০

তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন 

১১

হলুদ ছেড়ে লাল জার্সির খবরে প্রশ্নের মুখে ব্রাজিল!

১২

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

১৩

যে কারণে আলিয়ার সঙ্গে অভিনয়ে আগ্রহী ইমরান হাশমি

১৪

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য আটক

১৫

ঢাবির বাসে হামলা, ৫ জন গ্রেপ্তার 

১৬

চীন সফর করেছেন খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা

১৭

টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৮

আপিল বিভাগের রায় / সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড

১৯

চট্টগ্রামে টাইগারদের দাপট, বৃষ্টির আগেই বাংলাদেশ নিয়ন্ত্রণে ম্যাচ!

২০
X