কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন, ক্ষুব্ধ চীন

যুক্তরাষ্ট্র, তাইওয়ান ও চীনের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র, তাইওয়ান ও চীনের পতাকা। ছবি : সংগৃহীত

তাইওয়ান ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইট থেকে তাইওয়ানের বিষয়ে একটি বিবৃতি সরিয়ে ফেলেছে। বিবৃতিতে উল্লেখ ছিল যে, ওয়াশিংটন তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে চীনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

চীনের দাবি, যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পরিবর্তন তাইওয়ানের স্বাধীনতার পক্ষে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে ভুল সংকেত পাঠাচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রকে ‘তার ভুল সংশোধন করতে’ আহ্বান জানিয়েছে তারা।

তাইওয়ান-মার্কিন সম্পর্ক সংক্রান্ত ফ্যাক্ট শিটে আগে উল্লেখ ছিল যে, আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না। গত সপ্তাহে এটি সরিয়ে ফেলা হয় এবং যুক্তরাষ্ট্র এটিকে একটি রুটিন আপডেট বলে অভিহিত করে।

মার্কিন এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এখনো ‘এক চীন’ নীতিতে অটল রয়েছে। এ নীতি অনুসারে তারা তাইওয়ানের পরিবর্তে চীনের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।

অন্যদিকে চীন স্বশাসিত তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন এলাকা হিসেবে দেখে, যা একদিন চীনের অংশ হবে। এ লক্ষ্যে বলপ্রয়োগের বিকল্পও তারা উড়িয়ে দেয়নি। তবে অনেক তাইওয়ানের বাসিন্দা তাদের নিজেদের একটি আলাদা জাতি হিসেবে মনে করে।

নীতির এই পরিবর্তন সম্পর্কে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের ডি ফ্যাক্টো দূতাবাস আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ানের একজন মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, যে ফ্যাক্ট শিটটি আপডেট করা হয়েছে তা তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক সম্পর্ক সম্পর্কে সাধারণ জনগণকে জানানোর জন্য। তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে, উভয় পক্ষের যে কোনো একতরফা অবস্থান পরিবর্তনের বিরোধিতা করি।

রোববার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং যুক্তরাষ্ট্রকে তাদের নীতি পরিবর্তনের জন্য ধন্যবাদ জানান। তিনি এটিকে ইতিবাচক এবং তাইওয়ানবান্ধব ভাষা বলে অভিহিত করেন।

এদিকে সোমবার এক প্রেস কনফারেন্সে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এ নীতির পরিবর্তনকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের গুরুতর পশ্চাৎপসরণ বলে উল্লেখ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, এটি তাইওয়ানের স্বাধীনতার পক্ষে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে একটি ভুল ও গুরুতর সংকেত পাঠাচ্ছে । এছাড়া এটি চীনকে নিয়ন্ত্রণে রাখতে তাইওয়ানকে ব্যবহার করার যুক্তরাষ্ট্রের ভুল নীতির আরেকটি উদাহরণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা ও তার বাবা এদেশে গণতন্ত্র হত্যা করেছে : সালাহউদ্দিন আহমদ

২ কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন

মুস্তাফিজ কী ক্ষতিপূরণ পাবেন, যা বলছে আইপিএল কর্তৃপক্ষ

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

হাড়কাঁপানো শীতে সুইমিংপুলে সাদিয়ার জলকেলি

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে স্কুলে তালা

জকসু নির্বাচন : দুপুর থেকে বেড়েছে ভোটার উপস্থিতি

জকসু নির্বাচন / ভোটাররা ৩টার পর ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না

বিয়ের মঞ্চেই ‘জাস্টিস ফর হাদি’ প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ 

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে স্বাগত জানাল আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম

১০

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

১১

মাছ শূন্য হওয়ার শঙ্কায় বঙ্গোপসাগর, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন

১২

ছাত্রদলের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের ‎ ‎

১৩

নির্বাচনে লড়বেন যে ৩১ ঋণখেলাপি

১৪

কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে : জ্বালানি উপদেষ্টা

১৫

শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার পর পুলিশে দেওয়ার অভিযোগ ‎ ‎

১৬

ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকার আহ্বান জবি শিক্ষক সমিতির

১৭

ইউল্যাব ও মেডিক্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৮

জকসুতে প্রথম ৩ ঘণ্টায় ভোটার উপস্থিতি কম

১৯

অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠছেন বিশ্বকাপজয়ী মার্টিন

২০
X