ফিলিপাইনে সাগরে ১২০ জন আরোহী নিয়ে অগ্নিকাণ্ডের কবলে পড়েছে একটি জাহাজ। দেশটির বোহোল দ্বীপের কাছে আজ রোববার এ অগ্নিকাণ্ড ঘটে। এরই মধ্যে জাহাজটিতে উদ্ধারকাজ চালাতে একটি জাহাজ নিয়ে ঘটনাস্থলে গেছেন কোস্টগার্ড সদস্যরা। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এরই মধ্যে এমভি এস্পেরানজা স্টার নামে ওই জাহাজের কিছু ভিডিও প্রকাশ করেছে কোস্টগার্ড। ভিডিওগুলোতে দেখা যায়, জাহাজটির পেছনের অংশ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।
কোস্টগার্ড জানিয়েছে, জাহাজটি আজ রোববার ভোরে সিকুইজোর প্রদেশ থেকে মধ্য ফিলিপাইনের বোহোল প্রদেশের দিকে যাচ্ছিল।
এখন পর্যন্ত কতজনকে উদ্ধার করা হয়েছে কিংবা হতাহত হয়েছে কিনা তা জানায়নি কোস্টগার্ড।
মন্তব্য করুন