জাপান উপকূলে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি জাহাজ ডুবে গেছে। জাপানের পশ্চিমাঞ্চলের ইয়ামাগুচি উপকূলে ট্যাংকারটি ডুবে যায়। বুধবার (২০ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাপানের কোস্টগার্ডের বরাতে এনএইচকে নিউজ জানিয়েছে, জাপানের পশ্চিমাঞ্চলের ইয়ামাগুচি উপকূলে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি কেমিক্যালের ট্যাংকার ডুবে গেছে। ট্যাংকারটির ক্রুদের উদ্ধারে অভিযান চলছে।
এনএইচকে জানিয়েছে, কিয়োংসান নামের ওই ট্যাংকারটি স্থানীয় সময় ৭টার দিকে সহযোগিতা চেয়েছিল। ট্যাংকারটি কাত হয়ে ডুবে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত চার ক্রুকে উদ্ধার করা হয়েছে। ট্যাংকারটিতে মোট ১১জন ক্রু সদস্য ছিলেন।
মন্তব্য করুন