জাপানে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি ট্যাংকার ডুবে গেছে। এতে আট নাবিকের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুজন নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার (২০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার স্থানীয় সময় ৭টার দিকে ট্যাংকারটি জাপানের পশ্চিমাঞ্চলের ইয়ামাগুচি উপকূলে ট্যাংকারটি ডুবে যায়। জাহাজে থাকা দুই নাবিকের খোঁজে এখনো অভিযান চলছে।
ঝোড়ো আবহাওয়ার কারণে ট্যাংকারটি নোঙর করে ছিল বলে জানা গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমে শিমোনোসেকি শহরের কাছে উদ্ধার অভিযান চলছে।
জাপানি কোস্টগার্ড জানিয়েছে, ট্যাংকারে দুই কোরিয়ান, আট ইন্দোনেশিয়ান ও একজন চীনা নাগরিক ছিলেন।
এর আগে রয়টার্সের খবরে বলা হয়েছিল, কিয়োংসান নামের ওই ট্যাংকারটি স্থানীয় সময় ৭টার দিকে সহযোগিতা চেয়েছিল। তবে সহায়তা আসার আগেই ট্যাংকারটি কাত হয়ে ডুবে যায়।
মন্তব্য করুন