কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

সুইডেনের শিক্ষাকেন্দ্রে গুলি, নিহত ১১

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

সুইডেনের মধ্যাঞ্চলে একটি বয়স্ক শিক্ষাকেন্দ্রে গুলির ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন। তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য অজানা হওয়ায় ওই অঞ্চলে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে এ হামলা হয়। ঘটনার পর পরই পুলিশ সেখানে পৌঁছায় কিন্তু হামলাকারীকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়। তখন প্রাথমিকভাবে পুলিশ ৫ জন আহতের খবর জানায়। সে সঙ্গে নিরাপত্তার জন্য আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাইরে বের হতে বারণ করা হয়।

পুলিশ জানায়, পুরো ঘটনা এখনো ধোঁয়াশায় রয়েছে। গুলির ঘটনার উদ্দেশ্য স্পষ্ট হয়নি। এ ব্যাপারে বিস্তর তদন্ত শুরু করেছে কয়েকটি নিরাপত্তা সংস্থা। তারা ঘটনাকে আপাতত হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্রসংক্রান্ত গুরুতর অপরাধ বলে মনে করছে।

শিক্ষাকেন্দ্রটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি, এমন বয়স্ক লোকজন সেখানে ভর্তির সুযোগ পান।

ঘটনার সময় প্রকাশিত ছবিতে দেখা গেছে, সম্ভাব্য হামলাকারীকে লক্ষ্য করে গুলি তাক করে আছেন পুলিশের কয়েকজন সদস্য। অন্যরা ঘটনাস্থল ঘিরে ফেলার চেষ্টা করছেন। আরও দূরে পুলিশের আরেকটি বহর অবস্থান নিয়েছে। তারা ফিতা টেনে জনসাধারণের চলাচল বন্ধ করে দেন। এ সময় আকাশে হেলিকপ্টার উড়তে দেখা গেছে। কিছু ‍দূরে দাঁড় করানো ছিল অ্যাম্বুলেন্স।

পরে পুলিশও গুলি ছোড়ে। গোলাগুলি বন্ধ হলে শিক্ষাকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। এরপর একে একে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ১১ জনের মৃত্যু নিশ্চিত করেছে। তবে আহতদের বর্তমান অবস্থা কতটা গুরুতর; সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। ঘটনাস্থলের দিকে আপাত বিশেষ নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আহতদের দেখভাল অন্য কর্তৃপক্ষ করছেন।

বিচারমন্ত্রী গুনার স্ট্রোমার রয়টার্সকে বলেন, ওরেব্রোতে সহিংস হামলার তথ্য অত্যন্ত গুরুতর। সরকার পুলিশের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে এবং ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন বলেছেন, এটি সুইডিশ ইতিহাসের সবচেয়ে খারাপ হত্যার ঘটনা। দেশের জন্য এটি খুবই বেদনাদায়ক একটি দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জবিতে শীতবস্ত্র বিতরণ 

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা : ভারতের সেনাপ্রধান

ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে চীন

রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

‘শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি’

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন, জানালেন তাসনিম জারা

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

১০

কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত

১১

প্রার্থী-সমর্থকদের প্রতি যে আহ্বান জানাল জমিয়ত

১২

‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

১৩

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

১৪

দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

১৫

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

১৬

পৌষ সংক্রান্তিতে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

১৭

ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

১৮

নতুন প্রধান কোচ নিয়োগ দিল ম্যানইউ

১৯

খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

২০
X