কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

সুইডেনের শিক্ষাকেন্দ্রে গুলি, নিহত ১১

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

সুইডেনের মধ্যাঞ্চলে একটি বয়স্ক শিক্ষাকেন্দ্রে গুলির ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন। তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য অজানা হওয়ায় ওই অঞ্চলে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে এ হামলা হয়। ঘটনার পর পরই পুলিশ সেখানে পৌঁছায় কিন্তু হামলাকারীকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়। তখন প্রাথমিকভাবে পুলিশ ৫ জন আহতের খবর জানায়। সে সঙ্গে নিরাপত্তার জন্য আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাইরে বের হতে বারণ করা হয়।

পুলিশ জানায়, পুরো ঘটনা এখনো ধোঁয়াশায় রয়েছে। গুলির ঘটনার উদ্দেশ্য স্পষ্ট হয়নি। এ ব্যাপারে বিস্তর তদন্ত শুরু করেছে কয়েকটি নিরাপত্তা সংস্থা। তারা ঘটনাকে আপাতত হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্রসংক্রান্ত গুরুতর অপরাধ বলে মনে করছে।

শিক্ষাকেন্দ্রটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি, এমন বয়স্ক লোকজন সেখানে ভর্তির সুযোগ পান।

ঘটনার সময় প্রকাশিত ছবিতে দেখা গেছে, সম্ভাব্য হামলাকারীকে লক্ষ্য করে গুলি তাক করে আছেন পুলিশের কয়েকজন সদস্য। অন্যরা ঘটনাস্থল ঘিরে ফেলার চেষ্টা করছেন। আরও দূরে পুলিশের আরেকটি বহর অবস্থান নিয়েছে। তারা ফিতা টেনে জনসাধারণের চলাচল বন্ধ করে দেন। এ সময় আকাশে হেলিকপ্টার উড়তে দেখা গেছে। কিছু ‍দূরে দাঁড় করানো ছিল অ্যাম্বুলেন্স।

পরে পুলিশও গুলি ছোড়ে। গোলাগুলি বন্ধ হলে শিক্ষাকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। এরপর একে একে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ১১ জনের মৃত্যু নিশ্চিত করেছে। তবে আহতদের বর্তমান অবস্থা কতটা গুরুতর; সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। ঘটনাস্থলের দিকে আপাত বিশেষ নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আহতদের দেখভাল অন্য কর্তৃপক্ষ করছেন।

বিচারমন্ত্রী গুনার স্ট্রোমার রয়টার্সকে বলেন, ওরেব্রোতে সহিংস হামলার তথ্য অত্যন্ত গুরুতর। সরকার পুলিশের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে এবং ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন বলেছেন, এটি সুইডিশ ইতিহাসের সবচেয়ে খারাপ হত্যার ঘটনা। দেশের জন্য এটি খুবই বেদনাদায়ক একটি দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও কমানো হলো সোনার দাম

আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস

মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহু-ট্রাম্পের দূরত্ব বাড়ছে : ইসরায়েলি মিডিয়া

বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামীপন্থিদের হামলা

জুলাই ঘোষণাপত্র নিয়ে যে সিদ্ধান্ত এলো

যুদ্ধবিরতি কার্যকর / ভারত এখনো স্থগিত রেখেছে পাক-ভারত সিন্ধু জলচুক্তি

সিএনজি ফিলিং স্টেশনের কমিশন ৫ টাকা ১০ পয়সা বাড়ানোর দাবি

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ফেনীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেড দাবি

১০

পারিবারিক অনুষ্ঠানে ছোট ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া

১১

পিকআপভ্যান চাপায় দুই ভাইসহ নিহত ৩

১২

সিলেটে আ.লীগ নিষিদ্ধের মিছিলে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

১৩

চবির পঞ্চম সমাবর্তনকে ঘিরে চলছে শেষ প্রস্তুতি

১৪

প্রথমবারের মতো হলো ‘বরিশাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫’

১৫

ইনডোর ইস্যুতে টনক নড়েছে এনএসসির

১৬

যুদ্ধে ভারত-পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ

১৭

ধামরাইয়ে গ্রামবাসীর গণ অর্থায়নে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আরিফুলকে সংবর্ধনা

১৮

রিয়ালের দুইয়ে দুইয়ে চার মিলে গেছে

১৯

তারুণ্যের সমাবেশে পিকআপভ্যানে ঠান্ডা পানি বিতরণ

২০
X