আমি ইউক্রেনের হয়ে চুক্তি করতে আসিনি, বরং আমি তাদের আলোচনার টেবিলে আনতে চেষ্টা করছি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৫ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, যে কোনো সম্ভাব্য ভূখণ্ড বিনিময়ের বিষয়ে ইউক্রেন নিজেই সিদ্ধান্ত নেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে যোগ দিতে আলাস্কার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
রয়টার্স জানিয়েছে, এই বৈঠকটি অনুষ্ঠিত হবে আলাস্কার বৃহত্তম শহরে অবস্থিত একটি পুরনো বিমানঘাঁটিতে। ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর থেকে দুজনে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন। উভয় নেতাই বৈঠক থেকে রাজনৈতিক ও কূটনৈতিক সাফল্য পেতে আগ্রহী।
ট্রাম্প বারবার ইউক্রেন যুদ্ধকে একটি ‘রক্তপাতপূর্ণ সংকট’ বলে উল্লেখ করেছেন এবং এটিকে দ্রুত সমাপ্তির মাধ্যমে তিনি নিজেকে বিশ্বশান্তির দূত হিসেবে তুলে ধরতে চাইছেন। তিনি বলেছেন, যদি এই বৈঠক সফল হয়, তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক দ্বিতীয় বৈঠক আরও গুরুত্বপূর্ণ হবে।
আলাস্কা রওনা হওয়ার আগে, পুতিন রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন-সোভিয়েত সহযোগিতার স্মারকস্থলে ফুল অর্পণ করেন, যা এক প্রতীকী বার্তা বলেই মনে করা হচ্ছে।
ক্রেমলিন জানিয়েছে, পুতিন স্থানীয় সময় বেলা ১১টায় আলাস্কায় পৌঁছাবেন এবং ট্রাম্প সরাসরি তার বিমানেই তাকে স্বাগত জানাবেন।
মন্তব্য করুন