কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
চেক প্রজাতন্ত্র

দুই ট্রেনের সংঘর্ষে আহত প্রায় অর্ধশত

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত কয়েক ডজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চেক প্রজাতন্ত্রের চেস্ক বুদেজোভিস শহরের কাছে বুধবার সকালে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন এবং আরও কয়েক ডজন যাত্রী আঘাত পেয়েছেন।

স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে একটি এক্সপ্রেস ট্রেন ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এ সময় তাৎক্ষণিকভাবে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং বিকল্প বাস সেবার ব্যবস্থা করা হয়।

চেক রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকালবেলার ব্যস্ত সময়ে দুর্ঘটনায় পড়া ট্রেন দুটি তাদের মালিকানাধীন ছিল। দুর্ঘটনার পর ৭টি উদ্ধারকারী দল এবং একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় ট্রেনে কর্মস্থলে যাওয়া যাত্রীদের ভিড় ছিল।

চেস্ক বুদেজোভিস হাসপাতালের মুখপাত্র ইভা নোভাকোভা জানিয়েছেন, পাঁচজন গুরুতর আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জরুরি বিভাগ দুজন গুরুতর এবং ৪২ জন হালকা আহত হয়েছেন বলে জানানো হয়। পরে এ তথ্য হালনাগাদ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দুটি ট্রেনের সংঘর্ষের কারণ অনুসন্ধানে রেল কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত শুরু করেছেন। রেলওয়ে ইনস্পেকশনের মহাপরিদর্শক জান কুচেরা জানান, চারজন তদন্তকারী খতিয়ে দেখছেন দুর্ঘটনাটি মানবিক ভুল, প্রযুক্তিগত ত্রুটি নাকি কোনো বড় ব্যবস্থাগত সমস্যার কারণে ঘটেছে।

কুচেরা আরও জানান, এক তদন্ত কর্মকর্তা ঘটনাকালে নিজেই ওই ট্রেনে করে কর্মস্থলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে যুক্ত হন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এক ট্রেনচালক নিষেধাজ্ঞামূলক সংকেত অমান্য করেছিলেন। উভয় ট্রেনই কয়েকশ মিটার দূর থেকে একে অন্যকে দেখতে পেলেও তখন আর নিয়ন্ত্রণ করে থামানো সম্ভব হয়নি।

সাম্প্রতিক দিনগুলোতে মধ্য ইউরোপে রেল দুর্ঘটনা বাড়ছে। গত রোববার সন্ধ্যায় প্রতিবেশী স্লোভাকিয়ায় ট্রেন দুর্ঘটনায় ১৩ জন হাসপাতালে ভর্তি হন। এটি অঞ্চলে এক মাসের মধ্যে দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে গত ১৩ অক্টোবর পূর্ব স্লোভাকিয়ায় দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে বহু যাত্রী আহত হয়, যাদের মধ্যে দুজনের অবস্থা ছিল আশঙ্কাজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে বোনোর দৃঢ়তায় ফাইনালে মরক্কো

যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা মধ্যে আকাশপথ বন্ধ করলো ইরান

সেই পরিচালকের পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা, বিসিবির আশ্বাসেও গলছে না মন

দায়ের আঘাতে আহত বিড়াল, থানায় অভিযোগ

১৫ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে 

যেসব ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে

বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

৭৮টি ঘুমের ওষুধ খেয়েও কীভাবে বেঁচে আছেন দেবলীনা

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

তেহরানে সাময়িকভাবে বন্ধ হলো ব্রিটিশ দূতাবাস

১০

চট্টগ্রামে প্রায় এক লাখ পোস্টাল ভোট, প্রভাব রাখবে গণভোটেও

১১

বিবাহবার্ষিকীতে ডিভোর্স লেটার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি

১২

এবার কোপা থেকেও রিয়ালের লজ্জার বিদায়

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি রতন

১৪

বায়ুদূষণে বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

১৫

সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

১৬

৭ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা, বইছে শৈত্যপ্রবাহ

১৭

আমান আযমীকে কী বললেন তারেক রহমান 

১৮

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে : মুন্না 

১৯

৫০০ টাকার জন্য খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২০
X