স্পেনের সাবেক রাজা জুয়ান কার্লোসের বিরুদ্ধে তার প্রাক্তনের করা হয়রানির মামলা বাতিল করেছে আদালত। শুক্রবার (৬ সেপ্টেম্বর) লন্ডনের একটি আদালত তার এ মামলা বাতিল করে দেয়। খবর বিবিসি।
২০১২ সালে ড্যানিস ব্যবসায়ী করিনা জু সান উইটজেনস্টাইন সায়ান নিজেদের মধ্যকার সম্পর্ক ভেঙে যাওয়ার পর একটি মামলা করেন। ওই মামলায় তাকে হয়রানির অভিযোগ করা হয়। অভিযোগ প্রাক্তন দাবি করেন, তাকে দেওয়া কয়েক মিলিয়ন পাউন্ডের গিফটের মূল্য ফেরত দিতে অস্বীকার করায় জুয়ান গুপ্তচরবৃত্তি ও ভয়ভীতি দেখাচ্ছেন। যদিও এ অভিযোগ অস্বীকার করে আসছেন সাবেক এ রাজা।
ওয়াশিংটনের আদালত জানায়, এ মামলায় ওয়েলস ও ইংল্যান্ডের কোনো এখতিয়ার নেই। এ ছাড়া আদালত মামলার অভিযোগের বিষয়ে কোনো রায় দেননি।
মামলার বিচারক রোয়েনা কলিন্স রিস বলেন, ব্রিটিশ নাগরিক সায়ান তার এ অভিযোগের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ দিতে পারেননি। ফলে ইংল্যান্ডে এমন ঘটনা ঘটার কোনো প্রমাণ মিলেনি।
সাবেক এ রাজার মুখপাত্র বলেন, আদালতের এ রায়ের মাধ্যমে আশ্চর্যজনকভাবে তার নির্দোষের প্রমাণ মিলেছে। এর ফলে জনগণের কাছে তার গ্রহণযোগ্যতার বিষয়টি পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে।
আদালতের এ নির্দেশনায় হতাশা ব্যক্তে করেছেন সায়ান। তিনি বলেন, আমাদের সিস্টেমে হয়রানির শিকার ব্যক্তিদের আদালতে ন্যায়বিচার পাওয়ার জন্য লড়াই করে চলতে হয়, যা হতাশাব্যঞ্জক।
এর আগে ২০২০ সালে দুর্নীতির অভিযোগ উঠে সাবেক এ রাজার বিরুদ্ধে। এ মামলায় তদন্তের মুখোমুখি হতে হয় তাকে। এর কিছুদিন পর দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন স্পেনের ৮২ বছর বয়সী সাবেক এই রাজা। অবশ্য হুয়ান কার্লোস তার পুত্র ফিলিপের মাধ্যমে তার দেশ ছাড়ার ঘোষণা দেন। এর ছয় বছর আগে ছেলে ফিলিপের হাতেই ক্ষমতা অর্পণ করে অবসরে যান কার্লোস।
মন্তব্য করুন