শপিংমলের চলন্ত সিঁড়িতে খেলছিল তিন কিশোর। এ সময় এক বৃদ্ধ তাদের খেলতে বারণ করেন। পরে ওই ব্যক্তি বাড়ির পথ ধরলে তার পিছু নেয় কিশোরের দল। এরপর তাকে একটি বাসস্টেশনে আটকে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় তারা। একপর্যায়ে তাদের একজন ওই বৃদ্ধের ওপর আক্রমণ করে। কিশোরের ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি; পরে তার মৃত্যু হয়।
৮২ বছর বয়সী নিহত বৃদ্ধের নাম ডেনিস ক্লার্ক। তিনি যুক্তরাজ্যের সেনাবাহিনীর সাবেক সৈনিক। আর দোষী ওই কিশোরের নাম ওমর মৌমেচে। এ ঘটনায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তার বয়স ১৮ বছর। মূলত এই ঘটনাটি ঘটে ২০২১ সালের মে মাসে যুক্তরাজ্যের ডার্বি বাস স্টেশনে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনার দিন কিশোর ওমর ও তার দুই বন্ধু শপিংমলের চলন্ত সিঁড়িতে খেলছিল। এ সময় ডেনিস তাদের খেলতে বারণ করেন। পরে তিনি বাড়ির পথ ধরলে তার পিছু নেয় কিশোরের দল। এরপর তাকে একটি বাস স্টেশনে আটকে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় তারা। একপর্যায়ে ওমর তার ওপর আক্রমণ করে। ওমরের ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়েন ডেনিস। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যান।
এ ঘটনার পর ওমর ও তার বন্ধুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত জুলাই মাসে এই অপরাধের দায়ে ওমরকে দুই বছরের সাজা দেন আদালত। তবে বাকি দুজনকে মুক্তি দিয়েছেন আদালত।
মন্তব্য করুন