ইউরোপীয় ইউনিয়নের দেশ চেক প্রজাতন্ত্রের একটি বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়ি বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে ইয়ান পালাখ স্কয়ারে চার্লস বিশ্ববিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানায়, হামলার ঘটনায় বন্দুকধারীর পরিচয় প্রকাশ না করা হলেও ঘটনাস্থলে তাকে হত্যা করা হয়েছে। এ ছাড়া বন্দুক হামলার পর জান পলাচ স্কয়ারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসান বলেছেন, এখন পর্যন্ত একজন বন্দুকধারীর বিষয়েই নিশ্চিত হওয়া গেছে। শুধু একজন বন্দুকধারীই বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই পালাখ স্কয়ারসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন