ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগে সুইজারল্যান্ডে মামলা দায়ের করা হয়েছে। দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগদান উপলক্ষে সুইজারল্যান্ড সফরের সময় তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। সুইস প্রসিকিউটররা বিষয়টি নিশ্চিত করেছেন বলে শুক্রবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।
সুইস অ্যাটর্নি জেনারেলের কার্যালয় শুক্রবার বলেছে, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ স্বাভাবিক প্রক্রিয়া মেনে যাচাই-বাছাই করা হবে। তার দায়মুক্তির বিষয়ে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে। তত্ত্বগতভাবে কোনো তৃতীয় দেশ অন্য কোনো দেশের বর্তমান রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সাজাদানের এখতিয়ার রাখে না।
ইসরায়েলি প্রেসিডেন্টের বিরুদ্ধে কী অভিযোগ কিংবা কারা এ মামলা দায়ের করেছে তা স্পষ্ট না বলে জানিয়েছে আলজাজিরা। সুইস প্রসিকিউটরদের বিবৃতি নিয়ে কোনো মন্তব্য করেননি হারজোগের কার্যালয়ের এক মুখপাত্র। তবে তিনি বলেন, গাজার পরিস্থিতি নিয়ে ইসরায়েলের অবস্থান তুলে ধরতে ডাভোসে গিয়েছিলেন হারজোগ।
বার্তা সংস্থা এএফপি হারজোগের বিরুদ্ধে মামলা দায়েরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি বিবৃতি পাওয়ারে কথা জানিয়েছে। তাদের বিবৃতির শিরোনাম ‘মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ’। বেশ কয়েক জন অজ্ঞাত ব্যক্তি সুইস ফেডারেল প্রসিকিউটর এবং বাসেল, বার্ন ও জুরিখে ক্যান্টোনাল কর্তৃপক্ষের কাছে এসব অভিযোগ দায়ের করেছেন।
এর আগে গত ডিসেম্বরের শেষে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। মামলার আবেদনে ৮৪ পৃষ্ঠার নথি সংযুক্ত করে দেশটি। এতে ইসরায়েলের বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
তবে গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, দক্ষিণ আফ্রিকার মামলাটি ‘ভিত্তিহীন’, ‘অযৌক্তিক’ ও ‘মানহানিকর’।
মন্তব্য করুন