রাশিয়ার প্রধান বিরোধী নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির মরদেহ মস্কোর উপকণ্ঠে একটি সেমিট্রিতে সমাহিত করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা শেষে তাকে মস্কোর বোরিসোভস্কো সেমিট্রিতে সমাহিত করা হয়। খবর আলজাজিরার।
গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক অঞ্চলের একটি কারাগারে বন্দি অবস্থায় মারা যান নাভালনি। ইয়ামালো-নেনেটস জেলা কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হাঁটার পরে হঠাৎ নাভালনি অসুস্থ বোধ করেন। অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এমন অবস্থা দেখে তাৎক্ষণিক জরুরি মেডিকেল টিমকে ডাকা হয়। তারা এসে চেষ্টা করলেও নাভালনিকে বাঁচাতে পারেননি।
এরপর মরদেহ নিয়ে দীর্ঘ নাটকীয়তার পর গত শনিবার তার মায়ের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। আজ শুক্রবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
এই খবর সবার মাঝে ছড়িয়ে পড়লে গ্রেপ্তার ঝুঁকি উপেক্ষা করে শুক্রবার দক্ষিণ মস্কোর সোথে মাই সরোস গির্জায় হাজারো মানুষ ভিড় করেন। নাভালনিকে শেষ বিদায় জানাতে তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। এ সময় তারা পুতিন ও ইউক্রেন যুদ্ধবিরোধী অনেক স্লোগান দেন।
একপর্যায়ে নাভালনির মরদেহ গির্জার বাইরে রাখা হয়। এখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় এবং হাজারো মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
এর আগে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে বলেছিলেন, অনুমতি ছাড়া গণজমায়েত করলে আইন লঙ্ঘন হবে। যারা এই কাজ করবেন তাদের শাস্তির আওতায় আনা হবে।
তার কথা মতো এদিন মস্কোয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। রাখা হয় দাঙ্গা পুলিশও। তবে পুলিশ সদস্যরা বড় ধরনের হস্তক্ষেপ করেননি। মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফোর জানিয়েছে, মস্কোতে ছয়জন এবং রাশিয়ার অন্যান্য এলাকায় অন্তত ৩৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া নাভালনির মৃত্যুর পর থেকে প্রায় ৪০০ মানুষকে আটক করা হয়েছে।
ভিড়ের মধ্য থেকে কামিলা নামে এক তরুণী বলেন, এখানে ১০ হাজারের বেশি মানুষ রয়েছে। এখানে কেউ ভয় পায় না। আমরা এখানে এসেছি এমন একজন ব্যক্তির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে যিনি নিজেও ভয় পেতেন না।
কিরিল নামে ২৫ বছর বয়সী আরেকজন বলেন, এই মৃত্যু রাশিয়ার ভবিষ্যতের জন্য খুবই শোকাবহ। তবে আমরা হাল ছাড়ব না। আমরা আরও ভালো কিছুর আশায় থাকব।
মন্তব্য করুন