কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

ধ্বংসস্তূপে উদ্ধার কাজ করছেন জরুরি বাহিনীর কর্মীরা। ছবি : রয়টার্স
ধ্বংসস্তূপে উদ্ধার কাজ করছেন জরুরি বাহিনীর কর্মীরা। ছবি : রয়টার্স

রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেন। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। রোববার (১২ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী বেলগোরোদ শহরে একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অ্যাপার্টমেন্ট ভবনটি ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

রাশিয়ার ওই অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাদকভ এ ঘটনার একটি পোস্ট করেছেন। এতে ১০ তলা ভবনটি ধসে পড়তে দেখা যায়। বেলগোরোদ শহর এবং এ অঞ্চল ইউক্রেনীয় সেনাদের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়েছে বলে জানান তিনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলাকে আবাসিক এলাকায় সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, স্থানীয় সময় ৮টা ৪০ মিনিটে এ হামলা করা হয়েছে। এ হামলায় অন্তত ১২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

রাশিয়ার ম্যাশ টেলিগ্রাম নিউজ চ্যানেল জানিয়েছে, ইউক্রেনের এ হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। এমনকি এতে পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্র ব্যবহার করা হয়েছে কি না তাও জানা যায়নি।

এক প্রত্যক্ষদর্শী জানান, হামলায় ১০ তলা ভবনের পুরোটাই ধসে পড়েছে। এলাকাটিতে অনেক অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ গাড়ি কাজ করছে। এ ঘটনায় অনেককে হতাহত হতে দেখেছেন বলেও জানান তিনি।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়ার ভলগোগ্রাদ এলাকায় ইউক্রেন একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দিবাগত রাতের ওই হামলার সময়ে অন্তত ৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে একটি ড্রোনের হামলায় তেল শোধনাগারে আগুন লেগে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, বেসমারিক লোকদের নিশানা করে এ হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে ইউক্রেন ও তার সমর্থকদের অপরাধ প্রবণতা দৃশ্যমান হয়েছে। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পেলভিক ব্যথার সাধারণ কারণগুলো

হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে : দুদক চেয়ারম্যান

জামায়াত কর্মী মহিবুর হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার দাবি

চুরির অভিযোগে আটকদের আনতে গিয়ে পুলিশের গাড়ির চাবি চুরি

১৮ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত নেবে ইসি

আইনের বেড়াজাল পেরিয়ে কারাগারে বিয়ে

স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্বৃত্তের হামলা, যুবদল নেতা নিহত

মোবাইলে ব্রাজিল-জাপান ম্যাচ দেখবেন যেভাবে

চাকসুর ভোট গণনা হবে যেভাবে

১০

সড়কে বেপরোয়া অটোরিকশা, অসহায় প্রশাসন

১১

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ৩ দিন পর লাশ উদ্ধার

১২

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ দুদক চেয়ারম্যানের

১৩

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১৪

টিভিতে দেখাবে না বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৫

১৭ অক্টোবর থেকে দেশের ২৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস 

১৬

পাসওয়ার্ড মনে রাখতে পারছেন না? সহজ সমাধান এনেছে গুগল

১৭

জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

আগামী বছর স্বর্ণ-রুপার দাম লাফিয়ে বাড়ার পূর্বাভাস, কততে ঠেকবে?

১৯

ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক গিলের প্রথম সিরিজ জয়

২০
X