রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কোটলিন দ্বীপের শহর ক্রোনস্টাড্ত সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে মাঝ রাস্তায় তার সঙ্গে ছবি তোলার আবদার করেন এক নববধূ।
সোমবার (২৪ জুলাই) এ ঘটনার একটি ভিডিও রুশ সংবাদমাধ্যম আরটি তাদের টুইটার পেজে শেয়ার করেছে।
ভিডিওয়ের ক্যাপশনে সংবাদমাধ্যমটি লেখে, ‘ক্রোনস্টাড্ত সফরকালে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হন পুতিন। রাস্তার মাঝখানে তাকে দাড় করিয়ে অনেকে ছবি তোলার আবদার করেন। তাদের মথ্যে একজন নববধূও ছিলেন।’
আরও পড়ুন : বিদ্রোহের পর এবার পুতিন কোন পথে হাঁটছেন?
এদিকে ভিডিওটি টুইটারে শেয়ার হওয়ার পর পর ভাইরাল হয়েছে। এ পর্যন্ত ভিডিওটি ৪৪ হাজারবার দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওয়ের নিচে আরও অনেক মানুষ মন্তব্য করেছেন।
একজন ব্যবহারকারী লেখেন, ‘মেয়েটি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছে। বিষয়টি আসলেই দারুণ।’
Putin takes picture with bride in Kronstadt Follow us on Rumble: https://t.co/Nuc9nUzlmx pic.twitter.com/mEgWRMA7li— RT (@RT_com) July 24, 2023
মন্তব্য করুন