কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

কলকাতায় কালীপূজা ঘিরে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ৩৩

কলকাতার রাস্তায় ফুটানো হচ্ছে বাজি। ছবি : সংগৃহীত
কলকাতার রাস্তায় ফুটানো হচ্ছে বাজি। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় কালীপূজা ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৩৩ জন। এ ছাড়া শহরজুড়ে বাড়তি নজরদারি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত নিষিদ্ধ বাজি ফুটানো এবং অসভ্য আচরণের অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এর মধ্যে সাতজনের বিরুদ্ধে বাজি ফুটানো এবং বাকি ২৬ জনের বিরুদ্ধে অসভ্য আচরণের অভিযোগ আনা হয়েছে। তবে এ সময়ে কোনো নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেনি পুলিশ।

পুলিশের বরাতে বলা হয়, শহরজুড়ে বাড়তি নজরদারি আরোপ করেছে তারা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলেই ছুটে যাচ্ছে পুলিশ। বিশেষ করে নিষিদ্ধ বাজির কারণে হাসপাতালে রোগীদের যাতে সমস্যা না হয়, তা প্রাধান্য দেওয়া হচ্ছে। হাসপাতাল এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, কালীপূজা ও দীপাবলিতে নিষিদ্ধ বাজির ‘তাণ্ডব’ বন্ধ করতে পুলিশ পদক্ষেপ নিচ্ছে। শহরের বিভিন্ন বহুতল ভবনের দিকেও নজর রেখেছে পুলিশ। কেউ বিধি ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ বাজি ফুটানো রুখতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চলছে। বাজি বাজেয়াপ্তও করা হয়েছে। বহুতল ভবনগুলোতে শব্দবাজি ফুটানো রুখতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সব অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, গত ২১ অক্টোবর থেকেই অভিযান জোরদার করা হয়েছে। সেদিন থেকে ২৯ অক্টোবরের মধ্যে কলকাতা পুলিশ নিষিদ্ধ বাজিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় বাজেয়াপ্ত করা হয় ৩ হাজার ৯৩৪ কেজি নিষিদ্ধ বাজি।

প্রসঙ্গত, কালীপূজা নির্বিঘ্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে কলকাতা পুলিশ। এর মধ্যে শব্দবাজি নিষিদ্ধ ছাড়াও বৃহস্পতিবার থেকে আগামী রোববার পর্যন্ত মণ্ডপগুলোতে মাইক বা সাউন্ড বক্স ব্যবহারে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বলা হয়েছে, সকাল ৬টা থেকে রাত ১০টা শিল্পাঞ্চলে শব্দের মাত্রা ৭৫ ডেসিবেল যেন না ছাড়ায়। বাজার এলাকায় সর্বোচ্চ ৬৫ ডেসিবেল। বসত এলাকায় ৫৫ ডেসিবেল। শহরের হাসপাতাল সংলগ্ন এলাকায় বরাবরই ‘সায়লেন্স জ়োন’। সেখানে শব্দের মাত্রা যেন ৫০ ডেসিবেল না ছাড়ায়। রাতেও শব্দের মাত্রা বেঁধে দিয়েছে পুলিশ। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিল্পাঞ্চল এবং বসত এলাকায় শব্দের সর্বোচ্চ মাত্রা যথাক্রমে ৭০ এবং ৪৫ ডেসিবেল হতে পারে। রাতে বাজার এলাকায় শব্দের মাত্রা যাতে ৫৫ ডেসিবেল না ছা়ড়ায়। সায়লেন্স জ়োনেও শব্দের মাত্রা রাখতে হবে ৪০ ডেসিবেলের মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে মধ্যরাতে

কৃষকের ১২ হাজার তরমুজ চারা নষ্ট করল দুর্বৃত্তরা

বন্ধুত্বের টানে যশোরে কোরিয়ান নাগরিক সিমকো 

হিরো আলমকে হত্যাচেষ্টায় জামিন পেলেন ম্যাক্স অভি

হাসনাত-সাদিকসহ অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন যারা

গতি বাড়াতেই বিচ্ছিন্ন হয় বগি, শব্দ পেয়ে ট্রেন থামালেন চালক

দুই মাসের জন্য ছিটকে গেলেন রিয়াল তারকা

নিজ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় যা বললেন আলোচিত ফয়জুল হক

জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে আন্তর্জাতিক বিশেষজ্ঞের সেমিনার 

সিনেমার কায়দায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, ভিডিও ভাইরাল

১০

আজও কমলো স্বর্ণ ও রুপার দাম

১১

চমকে দিলেন ফারিণ

১২

সাগরের ৩৯২ মিটার গভীরে কী বানাচ্ছে নরওয়ে

১৩

সাভারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া

১৪

রুমাল পেতে বাসের সিট দখল, সরিয়ে অপরজন বসতেই লঙ্কাকাণ্ড

১৫

সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

১৬

কনার রহস্যজনক পোস্ট

১৭

অস্ট্রেলিয়ায় প্রথম শতকের দেখা পেলেন রুট

১৮

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহীদুল আলম

১৯

আইজিপিকে সরাতে সরকারকে লিগ্যাল নোটিশ

২০
X