কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে নীল ছবির শুটিংস্পট থেকে বাংলাদেশি নারী গ্রেপ্তার

ভারতে নীল ছবির শুটিংস্পট থেকে বাংলাদেশি নারী গ্রেপ্তার
গ্রেপ্তাররা হোটেলে রুম বুক করে অশ্লীল ভিডিও তৈরির পরিকল্পনা করছিলেন, পুলিশ জানিয়েছে। ছবি : সংগৃহীত

ভারতের গুয়াহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেলে নীল ছবির শুটিংস্পট থেকে দুই পুরুষসহ বাংলাদেশি এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- শফিকুল ও জাহাঙ্গীর, যারা দুজনই আসামের বাসিন্দা। তাদের সঙ্গে ২২ বছর বয়সী বাংলাদেশি নারী মীন আখতারকেও গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা হোটেলে রুম বুক করে সেখানে অশ্লীল ভিডিও তৈরি করার পরিকল্পনা করছিলেন। পুলিশ জানিয়েছে, তাদের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই সন্দেহ ছিল এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তারা তদন্ত শুরু করে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মীন আখতার বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, তবে তিনি বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়াই আসামে প্রবেশ করেছিলেন। তিনি চাকরির অজুহাতে ভারতে আসেন, কিন্তু পরে তার অনুপ্রবেশের বিষয়ে তদন্তের মাধ্যমে তা পরিষ্কার হয়।

পুলিশ আরও জানিয়েছে, এই গ্রেপ্তারের পর তারা বৃহত্তর অপরাধী নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কের সম্ভাবনা খতিয়ে দেখছে। সে সাথে, পুলিশ ধারণা করছে যে, মীন আখতার হয়তো আরও বড় কোনো অপরাধমূলক চক্রের অংশ ছিলেন, যা এর আগে অন্যান্য জায়গায় এ ধরনের অবৈধ কাজগুলো সম্পাদন করেছে।

এখন পর্যন্ত পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত আর কোনো অপরাধী বা চক্রের তথ্য পায়নি, তবে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং তাদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অশ্লীলতার বিস্তার ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে।

এ ঘটনায় গুয়াহাটি পুলিশ জানায়, তারা এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করবে এবং অন্য অঞ্চলেও এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে প্রশাসনকে সহায়তা করবে।

এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে ভারতে এক বাংলাদেশি নীল ছবির অভিনেত্রী রিয়া বার্দেকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতে স্থায়ীভাবে থাকতে জাল পাসপোর্ট তৈরি করেছিলেন। পুলিশ তদন্তে জানতে পারে, রিয়া ও তার তিন সহযোগী জাল কাগজপত্র ব্যবহার করে উল্লাসনগরে বসবাস করছিলেন।

পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে এবং অভিযান চালাচ্ছে। রিয়া বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন এবং ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার প্রোডাকশনে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

যেসব কারণে বিশ্বজুড়ে বাড়ছে স্বর্ণের দাম

রাজধানীতে বাসে আগুন

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

কিয়েভে হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন

দেশে স্বর্ণের দাম কমলো

দুপুরে অপহরণ, রাতেই উদ্ধার মুগদার সেই শিশু

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

৫০তম বিসিএস পরীক্ষা শুরু

১০

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১১

গণভোটের পর সরকারের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে প্রেস উইংয়ের বিবৃতি

১২

সোহরাওয়ার্দীর পরীক্ষাকেন্দ্রে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছড়ি

১৩

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

১৪

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

১৫

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

১৯

৫০তম বিসিএসের প্রিলি আজ

২০
X