কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে নীল ছবির শুটিংস্পট থেকে বাংলাদেশি নারী গ্রেপ্তার

ভারতে নীল ছবির শুটিংস্পট থেকে বাংলাদেশি নারী গ্রেপ্তার
গ্রেপ্তাররা হোটেলে রুম বুক করে অশ্লীল ভিডিও তৈরির পরিকল্পনা করছিলেন, পুলিশ জানিয়েছে। ছবি : সংগৃহীত

ভারতের গুয়াহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেলে নীল ছবির শুটিংস্পট থেকে দুই পুরুষসহ বাংলাদেশি এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- শফিকুল ও জাহাঙ্গীর, যারা দুজনই আসামের বাসিন্দা। তাদের সঙ্গে ২২ বছর বয়সী বাংলাদেশি নারী মীন আখতারকেও গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা হোটেলে রুম বুক করে সেখানে অশ্লীল ভিডিও তৈরি করার পরিকল্পনা করছিলেন। পুলিশ জানিয়েছে, তাদের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই সন্দেহ ছিল এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তারা তদন্ত শুরু করে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মীন আখতার বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, তবে তিনি বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়াই আসামে প্রবেশ করেছিলেন। তিনি চাকরির অজুহাতে ভারতে আসেন, কিন্তু পরে তার অনুপ্রবেশের বিষয়ে তদন্তের মাধ্যমে তা পরিষ্কার হয়।

পুলিশ আরও জানিয়েছে, এই গ্রেপ্তারের পর তারা বৃহত্তর অপরাধী নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কের সম্ভাবনা খতিয়ে দেখছে। সে সাথে, পুলিশ ধারণা করছে যে, মীন আখতার হয়তো আরও বড় কোনো অপরাধমূলক চক্রের অংশ ছিলেন, যা এর আগে অন্যান্য জায়গায় এ ধরনের অবৈধ কাজগুলো সম্পাদন করেছে।

এখন পর্যন্ত পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত আর কোনো অপরাধী বা চক্রের তথ্য পায়নি, তবে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং তাদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অশ্লীলতার বিস্তার ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে।

এ ঘটনায় গুয়াহাটি পুলিশ জানায়, তারা এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করবে এবং অন্য অঞ্চলেও এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে প্রশাসনকে সহায়তা করবে।

এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে ভারতে এক বাংলাদেশি নীল ছবির অভিনেত্রী রিয়া বার্দেকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতে স্থায়ীভাবে থাকতে জাল পাসপোর্ট তৈরি করেছিলেন। পুলিশ তদন্তে জানতে পারে, রিয়া ও তার তিন সহযোগী জাল কাগজপত্র ব্যবহার করে উল্লাসনগরে বসবাস করছিলেন।

পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে এবং অভিযান চালাচ্ছে। রিয়া বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন এবং ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার প্রোডাকশনে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে

আমরা হারিয়ে যাব একদিন; আরশ খানের আবেগঘন পোস্ট

চুয়াডাঙ্গায় তীব্র শীত

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু

টঙ্গীতে জুবায়েরপন্থিদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ

নতুন বছরে কলেজে কতদিন ছুটি জানিয়ে দিল শিক্ষা মন্ত্রণালয়

১০

ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত

১১

বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার প্রতিপক্ষ

১২

নতুন বছর বরণে রণবীর-দীপিকা থেকে বিজয়-রাশমিকা—কে কোথায়?

১৩

খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসায়

১৪

বিপিএলের স্থগিত ম্যাচের সূচি আবারও পরিবর্তন

১৫

খালেদা জিয়ার জানাজা / চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতার ঢল

১৬

এভারকেয়ার থেকে গুলশান বাসভবনের পথে খালেদা জিয়ার মরদেহ

১৭

দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: হানিফ সংকেত

১৮

অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ গ্রেপ্তার

১৯

সালমার কাছ থেকে আলাদা হয়ে গেছি’—ফেসবুকে জানালেন স্বামী

২০
X