কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো শুরু

মার্কিন সামরিক বিমান। ছবি : সংগৃহীত
মার্কিন সামরিক বিমান। ছবি : সংগৃহীত

অবৈধ ভারতীয়দের বিমানে ভরে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে একটি সামরিক বিমানে শতাধিক অবৈধ ভারতীয়দের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (০৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে একটি সামরিক বিমানে ১০৫ জন অবৈধ ভারতীয়কে নিয়ে অমৃতসরে ফেরত পাঠানো হয়েছে। সি-১৭ সিরিজের এ বিমানটি গতকাল টেক্সাস থেকে উড্ডয়ন করেছে।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, বিমানে থাকা সকল ভারতীয় নাগরিকের বিষয়ে যাচাইবাছাই করা হয়েছে। তাদের দেশে ফেরাতে নয়াদিল্লিও সহযোগিতা করেছে। এভাবে একের পর এক ফ্লাইটের মাধ্যমে অবৈধ ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে।

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছেন ট্রাম্প। এর আগে মার্কিন সামরিক বিমানগুলো গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এমন খবরের মধ্যে ভারতীয় নাগরিকদের প্রথম দফায় বহিষ্কার করা হয়েছে। ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম সফর।

মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হবে। এরই মধ্যে প্রথম দফায় অভিবাসীদের বহনকারী উড়োজাহাজ যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে গেছে। ২০২৪ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ক্ষমতায় ফিরলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন। নির্বাচনে জয়লাভের পর তিনি ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন এবং এরপরই অভিবাসন নীতি আরও কঠোর করেন।

তার স্বাক্ষরিত নির্বাহী আদেশগুলোর মধ্যে অন্যতম ছিল ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’। এই আদেশের আওতায় অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠাতে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক ভারতীয় অভিবাসী বসবাস করেন। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা মেক্সিকোর, এরপর এল সালভাদর ও ভারতের অবস্থান। দেশটিতে বর্তমানে আনুমানিক ৭ লাখ ২৫ হাজার ভারতীয় অভিবাসী নথিবিহীন অবস্থায় রয়েছেন।

যুক্তরাষ্ট্রে নথিবিহীন অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের পর গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, যারা বৈধ অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাদের দেশে ফেরত নিতে ভারত প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পদত্যাগ

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের নির্দেশনা

মার্কিন আইনপ্রণেতাদের প্রতি রেজা পাহলভির বার্তা

জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব : সালাহউদ্দিন আহমদ

সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

ইরানে মাত্র দুদিনের বিচারে মৃত্যুদণ্ড হওয়া কে এই এরফান?

হাঁস কিনতে গিয়ে প্রতারণার শিকার পুলিশ সুপার

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াত প্রার্থীর বাসার সামনে ককটেল হামলা

যে কারণে স্থগিত হলো ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

১০

বিবিসি বাংলার প্রতিবেদন / বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কায় কলকাতা

১১

সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

১২

শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন নুরুদ্দিন অপু

১৩

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭

১৪

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত 

১৫

শিপিং করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা 

১৬

ঢাকার তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

১৭

জামায়াত প্রার্থীর সভায় আ.লীগ নেতার বক্তব্য

১৮

রাফসান-জেফারের বিয়ের ছবি প্রকাশ্যে

১৯

স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও

২০
X