কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৫ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করা হয় কিশোরকে। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করা হয় কিশোরকে। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সশস্ত্র হামলার পর অঞ্চলজুড়ে মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ও বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে।

মানবাধিকারকর্মীদের মতে, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো এই হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশের সবচেয়ে বড় সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নিপীড়ন আরও জোরদার করছে।

এমন এক ভয়াবহ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে, যেখানে এক মুসলিম কিশোরকে প্রকাশ্যে রাস্তায় পাকিস্তানের পতাকার ওপর মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, নবম শ্রেণিতে পড়ুয়া এক মুসলিম ছাত্র ও তার বন্ধুর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা ‘পাকিস্তানবিরোধী’ একটি পোস্টার ছিঁড়ে ফেলেছে। যদিও কিশোরটি দাবি করেছে, পোস্টারটি ছিঁড়েছে তার এক বন্ধু, যে ঘটনার পর পালিয়ে যায়।

এরপর উপস্থিত পুলিশ সদস্যদের সামনেই স্থানীয় কট্টর হিন্দুত্ববাদী ডানপন্থি গোষ্ঠীর সদস্যরা কিশোরটিকে কলার ধরে অপমান করে। তাকে জোর করে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে বাধ্য করা হয় এবং একপর্যায়ে পাকিস্তানের পতাকার ওপর প্রস্রাব করতে বাধ্য করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, কিশোরটি আতঙ্কিত ভঙ্গিতে বারবার বলছে, সে নির্দোষ এবং পোস্টারটি ছেঁড়েনি। সে অনুরোধ করছে, তাকে যেন ছেড়ে দেওয়া হয়।

একজন ডানপন্থি ব্যক্তি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম, পোস্টার লাগাচ্ছিলাম, আর ওরা সেটা ছিঁড়ে দিল। যারা ভারতে থেকেও পাকিস্তানের হয়ে কাজ করে, তাদের সঙ্গে যেন পাকিস্তানের মতোই আচরণ করা হয়।

তিনি আরও বলেন, সরকার যেভাবে পাকিস্তানে হামলা করছে, তেমনি দেশের ভেতরে থাকা ‘জিহাদি’ বা ‘দেশদ্রোহী’-দেরও এখানেই ফয়সালা করা উচিত।

এই ঘটনার পাশাপাশি আরও একটি সাম্প্রদায়িক বিদ্বেষমূলক ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের আলিগড়ে। অভিযোগ, সেখানে এক মুসলিম ফলের রস বিক্রেতার বিরুদ্ধে গুজব রটে যে তিনি রসে থুথু ও মূত্র মেশান।

এরপর একদল উত্তেজিত লোক, যাদের হাতে গেরুয়া পতাকা ছিল, তার দোকানে হামলা চালায় ও ভাংচুর করে। এই ঘটনার ভিডিও-ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

আলিগড় পুলিশ জানিয়েছে, ভিডিও দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।

মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের ঘটনা ভারতের গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষ জামায়াতে ইসলামীকে আস্থার প্রতীক হিসেবে নিয়েছে : ড. মোবারক

দুপুরে নামাজের নিষিদ্ধ সময় কি ঠিক ১২টা?

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু ৩ দিনের রিমান্ডে

৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যা, অতঃপর...

কলাপাতায় মোড়ানো মরদেহ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আমাকে একা রেখে চলে গেলে : হেমা

প্রায় ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃতিক

কাজ থাকলে মৌসুমী-মাহিরা দেশ ছাড়ত না : মিশা সওদাগর

সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

তপশিল : রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে আহ্বান ১০ ডিসেম্বর

১০

মানুষের ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া সুস্থ হবেন, প্রত্যাশা ফারুকের

১১

অর্থনীতি নিয়ে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে : প্রেস সচিব

১২

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দুই রাজ্য 

১৩

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষ / ১৫ দিন আগে দেশে আসা মামুনের জীবন গেল গুলিতে

১৪

বাংলাদেশ দলে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে

১৫

রোমানিয়ার ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

১৬

হঠাৎ রেলক্রসিংয়ে ব্যারিকেড, দ্রুত সমাধান চান স্থানীয়রা

১৭

মধ্যযুগীয় কায়দায় যুবককে হত্যা

১৮

শুরু হচ্ছে ‘MyNumberMyStory’ ক্যাম্পেইন

১৯

রাজনৈতিক মিম-সংস্কৃতি, জনমতের যুদ্ধক্ষেত্র 

২০
X