কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের নতুন আইন, বিপাকে লাখ লাখ ভারতীয়

সান ফ্রান্সিসকোতে ভারতের সমর্থনে দূতাবাসের সামনে বিক্ষোভ। পুরোনো ছবি
সান ফ্রান্সিসকোতে ভারতের সমর্থনে দূতাবাসের সামনে বিক্ষোভ। পুরোনো ছবি

নতুন আইন পাস করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ আইনে অভিবাসীদের রেমিট্যান্স পাঠাতে পাঁচ শতাংশ করারোপের কথা বলা হয়েছে। এতে করে বিপাকে পড়তে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়। রেমিট্যান্স পাঠাতে তাদের বাড়তি কর পরিশোধ করতে হবে।

সোমবার (১৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বিল ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ মার্কিন হাউস বাজেট কমিটিতে অনুমোদিত হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের জন্য অর্থ দেশে পাঠানো আরও ব্যয়বহুল করতে পারে। প্রস্তাবিত আইনের অধীনে, যুক্তরাষ্ট্রের বাইরে অর্থ প্রেরণের ক্ষেত্রে ৫ শতাংশ ট্যাক্স আরোপ করা হবে। এই ট্যাক্স প্রযোজ্য হবে সব আন্তর্জাতিক অর্থ স্থানান্তরে, যা মার্কিন নাগরিক নয় এমন ব্যক্তিদের (নন-ইমিগ্রান্ট ভিসা ধারক যেমন এইচ-১বি এবং গ্রিন কার্ডধারী) ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আইনটি পাস হলে, অর্থ প্রেরণের সময় সরাসরি ৫ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে এবং এর জন্য কোনো ছাড়ের সীমা নির্ধারিত হয়নি। অর্থাৎ, ছোট অঙ্কের স্থানান্তরেও এই ট্যাক্স প্রযোজ্য হবে। তবে এই ট্যাক্স মার্কিন নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ লাখ ভারতীয় প্রবাসী রয়েছেন, যার মধ্যে ৩২ লাখ ভারতীয় বংশোদ্ভূত। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ভারত মোট ১১৮ দশমিক ৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যার মধ্যে প্রায় ২৮ শতাংশ বা ৩২ বিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এই আইন কার্যকর হলে ভারতীয় প্রবাসীদের জন্য অতিরিক্ত ১ দশমিক ৬ বিলিয়ন ডলার ট্যাক্স প্রদানের বোঝা সৃষ্টি হবে।

ট্যাক্সটি শুধু সাধারণ রেমিট্যান্স নয়, বিনিয়োগ আয়, স্টক অপশন থেকে অর্জিত আয়সহ অন্যান্য আয় স্থানান্তরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ফলে প্রবাসী ভারতীয়রা তাদের পরিবারকে সহায়তা করা এবং নিজ দেশে বিনিয়োগ করা আরও কঠিন হয়ে পড়বে।

এই প্রস্তাবিত আইনটি শুধু অর্থ স্থানান্তরের ক্ষেত্রে নয়, অভিবাসী নীতিতেও বড় পরিবর্তন আনতে যাচ্ছে। এতে ৪৬ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল নির্মাণ পুনরায় শুরু করতে। এর আওতায় তিন হাজার নতুন বর্ডার প্যাট্রোল এজেন্ট ও পাঁচ হাজার নতুন কাস্টমস অফিসার নিয়োগ করা হবে। এছাড়া ১০ হাজার নতুন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) অফিসার নিয়োগের জন্য তহবিল বরাদ্দ করা হয়েছে।

আইনটি আশ্রয়প্রার্থী অভিবাসীদের জন্যও বড় আঘাত হানবে। এতে আশ্রয়ের জন্য আবেদনকারীদের এক হাজার ডলার ফি প্রদান করার কথা উল্লেখ করা হয়েছে। এটি একটি নজিরবিহীন পদক্ষেপ, যা যুক্তরাষ্ট্রকে অস্ট্রেলিয়া এবং ইরানের মতো কয়েকটি কঠোর অভিবাসন নীতির দেশের সাথে এক সারিতে দাঁড় করাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝোপে পড়েছিল তিনটি অস্ত্র ও কার্তুজ

দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৭

নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ে রাজপথের কথা ভাবছে বিএনপি 

অসুস্থ গোরখোদক মনু মিয়ার শেষ ইচ্ছা হজে যাওয়া

মাটি খুঁড়ে ৭৪ কেজি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

এবার আমিরাতের কাছে হার বাংলাদেশের

কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ / নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছে সরকার

পুত্রবধূকে বেধড়ক পিটুনি, মৃত ভেবে পালিয়ে যান শ্বশুর-শাশুড়ি

সোহরাওয়ার্দী উদ্যানে ঝটিকা সফরে ঢাবি ভিসি

আতাউর রহমান ভূঞা স্মরণে লেখা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

১০

দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

সাভারে রং মিস্ত্রিকে গুলি করে হত্যা

১২

ইশরাককে শপথ না পড়ালে আন্দোলন অন্যভাবে রূপ নেবে : সালাহউদ্দিন

১৩

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর মালিককে জেলে ভরে দিতে পারি’

১৪

আরব আমিরাতকে ২০৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

১৫

যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর  

১৬

সিলেটে কৃষক হত্যায় তিন ভাইয়ের যাবজ্জীবন

১৭

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১৮

ট্রেনে ঝুলানো সেই মতিউরের রক্তমাখা প্যান্ট হাতে কাঁদছে মেয়ে

১৯

ট্রাম্পের নতুন আইন, বিপাকে লাখ লাখ ভারতীয়

২০
X