ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারে অবস্থিত মনসা দেবী মন্দিরে পদদলনের ঘটনায় অন্তত সাতজন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। রোববার গভীর রাতে মন্দিরে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত জনতা হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় মন্দিরে বিপুল ভক্তের সমাগম ছিল। আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উদ্ধার কার্যক্রম তদারক করছেন এবং নিয়মিত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন।
উল্লেখ্য, ভারতে ধর্মীয় জমায়েতে পদদলনের ঘটনা প্রায়ই ঘটে। এর আগেও চলতি বছর ওড়িশা, গোয়া ও প্রয়াগরাজে এমন বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।
সূত্র : এনডিটিভি, এএফপি
মন্তব্য করুন