কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৭:০৭ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মোদির হাতেই দেশ নিরাপদ, বললেন কংগ্রেস নেতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের ছেলে ফয়সাল প্যাটেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি নিজেও কংগ্রেসের নেতা। মোদির প্রশংসা করে তিনি বলেছেন, দেশ এখন নিরাপদ হাতে রয়েছে। এ সময় এটাও স্পষ্ট করেন যে, তিনি কংগ্রেস ছেড়ে দেননি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এসব লিখেছেন ফয়সাল। ওই পোস্টে তিনি আরও লিখেন, আমি কংগ্রেসের ওপর একেবারেই বিরক্ত নই। পুরো পার্টিই আমার পরিবার। সিনিয়র নেতাদের সঙ্গে আমার সম্পর্ক এখনো ভালো। আমি এখনো কংগ্রেসে আছি, কেবল জনসেবার কাজে বিরতি নিয়েছি। স্থানীয় নেতা ও গুজরাটের মানুষ আমার কাজের প্রশংসা করছেন।

তবে, চলতি বছরের শুরুর দিকেই কংগ্রেস ছেড়ে দিচ্ছেন বলে ঘোষণা করেছিলেন ফয়সাল। আক্ষেপ জানিয়ে বলেন, বাবার পথ অনুসরণ করতে চেয়েছিলেন, কিন্তু প্রতিটি ধাপে বাধার সম্মুখীন হয়েছেন তিনি।

সেসময় এক এক্স পোস্টে তিনি লিখেন, আমার প্রয়াত বাবা আহমেদ প্যাটেল পুরো জীবন দেশের, পার্টির ও গান্ধী পরিবারের জন্য উৎসর্গ করেছিলেন। আমি তার পদচিহ্ন অনুসরণ করতে চেয়েছিলাম, কিন্তু প্রতিটি ধাপে আমাকে বাধা দেওয়া হয়েছে। আমি মানুষের কল্যাণে যে কোনোভাবে কাজ চালিয়ে যাব। কংগ্রেস আমার পরিবার, যেমনটি সব সময় ছিল।

প্রয়াত আহমেদ প্যাটেল গুজরাটের ভরুচ এলাকা থেকে তিনবার লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়েছেন এবং প্রায় তিন দশক রাজ্যসভায় দায়িত্ব পালন করেছেন। তিনি কংগ্রেসের প্রধান কৌশলবিদ ও সাবেক ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। ২০২০ সালে করোনায় মৃত্যু হয় তার।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ভরুচে প্রার্থী পাঠায়নি, কারণ স্থানীয়ভাবে তারা আম আদমি পার্টির সঙ্গে সমঝোতা করেছিলেন। এ সিদ্ধান্ত তখন ভালোভাবে নেয়নি ফয়সাল ও তার বোন মুমতাজ প্যাটেল। নির্বাচনে শেষ পর্যন্ত বিজেপি জয়ী হয়।

ওই পোস্টেই তিনি নরেন্দ্র মোদির প্রশংসা করেন। পেহেলগামে সন্ত্রাসী হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর উদাহরণ টেনে তিনি বলেন, এমন নেতৃত্ব আর কেউ দিতে পারত না। আমাদের সশস্ত্র বাহিনী অসাধারণ কাজ করেছে এবং প্রধানমন্ত্রী মোদি দারুণ নেতৃত্ব দেখিয়েছেন ও আমাদের একটি বড় সংকট থেকে বের করেছেন। এটা সত্যিই বড় বিষয়। আমি আমাদের সেনাদের নিয়ে গর্বিত। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে খুব শ্রদ্ধা করি আমি। প্রধানমন্ত্রী মোদি যেভাবে কর্মকর্তাদের দক্ষতা বুঝে সঠিক লোককে সঠিক দায়িত্ব দেন তা খুবই প্রশংসনীয়।

ফয়সাল প্যাটেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও ‘পরিশ্রমী নেতা’ হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি সিনিয়র কংগ্রেস নেতাদের উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ করে বলেন, কংগ্রেসে কিছু অভ্যন্তরীণ সমস্যা আছে। সিনিয়র নেতারা সঠিক পরামর্শ পাচ্ছেন না এবং তাদের উপদেষ্টারা ভালো কাজ করছেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাড়ি রাখা, অগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়াল ইতালি

অবশেষে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

১০

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

১১

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

১২

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

১৩

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১৪

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১৫

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১৬

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৭

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৮

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৯

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

২০
X