কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৮:২৮ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

প্রতীকি ছবি।
প্রতীকি ছবি।

শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল স্কুলছাত্র। কিন্তু শিক্ষিকা তাতে রাজি হননি, উল্টো স্কুল কর্তৃপক্ষের কাছে দায়ের করেন অভিযোগ। সেই ঘটনার প্রতিশোধ নিতে শিক্ষিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে ওই ছাত্র। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার ১৮ বছর বয়সী ওই ছাত্র তার প্রাক্তন স্কুলের ২৬ বছর বয়সী শিক্ষিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তের নাম সূর্যাংশ কোচর। সে নরসিংহপুর জেলার কোতোয়ালি থানার উৎকৃষ্ট বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত বিরোধ এবং শিক্ষিকার দায়ের করা অভিযোগের প্রতিশোধে এই হামলা চালানো হয়েছে।

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে সূর্যাংশ শিক্ষিকার বাড়িতে পৌঁছে একটি পেট্রল ভর্তি বোতল নিয়ে। কোনো পূর্বসংকেত ছাড়াই সে শিক্ষিকার ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষিকার শরীরের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে। তাকে সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ হলেও তার জীবনহানি ঘটেনি।

পুলিশ জানায়, অভিযুক্ত এবং শিক্ষিকা একে অপরকে দুই বছর ধরে চেনেন। সেই সময়ে সূর্যাংশুর শিক্ষিকার প্রতি একতরফা আকর্ষণ তৈরি হয়েছিল। কয়েক বছর আগে অসংগতিপূর্ণ আচরণের কারণে স্কুল থেকে বহিষ্কৃত হওয়ার পর সে অন্য স্কুলে ভর্তি হয়। চলতি বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষিকার পরনে থাকা শাড়ি নিয়ে অশালীন মন্তব্য করলে শিক্ষিকা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ মনে করছে, সেটিই তার ক্ষিপ্ত প্রতিশোধের মূল কারণ।

নরসিংহপুরের উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা (এসডিওপি) মনোজ গুপ্ত বলেছেন, এটি একতরফা প্রেম এবং ব্যক্তিগত প্রতিশোধের ঘটনা। শিক্ষিকার অভিযোগ দায়ের করার পর ক্ষিপ্ত হয়ে সূর্যাংশু পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

পুলিশ ১২৪ ধারা ও অন্যান্য প্রাসঙ্গিক আইনের আওতায় মামলা দায়ের করেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে কল্যাণপুর গ্রাম থেকে অভিযুক্তকে পুলিশ আটক করে। বর্তমানে সে হেফাজতে রয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে : বিসিআইসির চেয়ারম্যান

শীতে ত্বক কেন চুলকায়

হায়ার বাংলাদেশ চালু করল ২৪/৭ কল সেন্টার, একই সঙ্গে সম্প্রসারিত করল সার্ভিস নেটওয়ার্ক

শৈত্যপ্রবাহ বইছে ৪৪ জেলায়, অব্যাহত থাকার আভাস

জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে রাকিব

উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের নায়েবে আমিরের

ঘন কুয়াশায় পৃথক স্থানে দুর্ঘটনার কবলে ৭ অটোরিকশা

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

১০

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

১১

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

১২

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

১৩

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান

১৪

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করল সনি-স্মার্ট

১৫

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

১৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

১৭

কীভাবে শরীর নিজে থেকেই ডিটক্স হয় জেনে নিন

১৮

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

১৯

দেশের বাইরে পড়াশোনার জন্য ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

২০
X