

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় পড়েছে একের পর এক গাড়ি। এর ফলে সড়কে ব্যাপক যানজট দেখা দিয়েছে। মূলত কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
রোববার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হরিয়ানায় রোববার ভোরে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাস, ট্রাক ও গাড়িসহ বহু যানবাহন তিনটি পৃথক ঘটনায় একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এর ফলে রাজ্যজুড়ে ব্যাপক যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
এনডিটিভি জানিয়েছে, সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে রোহতকের মেহাম এলাকায়। ১৫২-ডি জাতীয় মহাসড়কের সংযোগস্থলে একটি ট্রাক ও একটি গাড়ির সংঘর্ষের পর চেইন রিঅ্যাকশনে প্রায় ৩৫ থেকে ৪০টি যানবাহন একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি ট্রাক মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজে ছুটে আসছেন। এর আগে একই দিনে রাজ্যের আরও দুটি বড় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়।
এদিন হিসারে সকাল ৮টার দিকে জাতীয় মহাসড়ক ৫২-এর ধিক্তানা মোড়ে একটি বাসের সঙ্গে একটি ডাম্পার ট্রাকের সংঘর্ষ হয়। এর পর পেছন থেকে আসা আরেকটি বাস ধাক্কা দেয়। এরপর একটি গাড়ি ও একটি মোটরসাইকেলও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। সৌভাগ্যক্রমে, এই ঘটনায় শতাধিক মানুষ জড়িত থাকলেও কেবল মোটরসাইকেল আরোহী আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ছাড়া রেওয়ারিতে জাতীয় মহাসড়ক ৩৫২-এ ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় তিন থেকে চারটি বাসের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হরিয়ানায় গত কয়েক দিন ধরে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
এর আগে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) হরিয়ানার জন্য শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছিল। কুয়াশার কারণে সড়ক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করে আইএমডি যাত্রীদের কম গতিতে চলাচল, লো-বিম হেডলাইট ব্যবহার এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে।
Buses, Cars, Damaged In Vehicle Pile-Ups in Haryana Amid Dense Fog pic.twitter.com/KltTDyrDqe — NDTV (@ndtv) December 14, 2025
মন্তব্য করুন