খেলা করতে গিয়ে ৫০ ফুট গভীর কূপে পড়ে গেছে এক শিশু। শুক্রবার (১২ এপ্রিল) ভারতের মধ্যপ্রদেশের রেবা জেলায় এ ঘটনা ঘটেছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন।
শনিবার (১৩ এপ্রিল) আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, একটি কূপের মধ্যে ৬ বছরের ওই শিশুটি পড়ে গেছে। কূপটির ব্যাস ৬ সেন্টিমিটার।
রেবার অতিরিক্ত পুলিশ সুপার অনিল সোনকার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ওই শিশু এখনো কূপের মধ্যে আটকে আছে।
#WATCH | Madhya Pradesh: Rescue of the 6-year-old child who fell in an open borewell, going on in Rewa. (12.04) pic.twitter.com/r4ylstwb5h — ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 13, 2024
তিনি বলেন, শিশুটি খেলতে গিয়ে কূপের মধ্যে পড়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে বের করতে অভিযান শুরু করে। শিশুটিকে উদ্ধার করতে পারব বলে আমরা আশাবাদী।
পুলিশ সুপার আরও জানান, বারানসী থেকে একটি উদ্ধারকারী দলও ঘটনাস্থলে রওনা হয়েছে। শিশুটির সঠিক অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে। দুটো বড় যন্ত্র আনা হয়েছে। একটি সমান্তরাল গর্ত খননের প্রক্রিয়াও চলছে, যাতে আটকে পড়া শিশুটিকে নিরাপদে বের করে আনা যায়। তার শ্বাসপ্রশ্বাস নিতে যাতে কোনো অসুবিধা না হয়, তার ব্যবস্থাও করা হচ্ছে।
মন্তব্য করুন