ভারতের ওডিশার বিধানসভা নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন সোফিয়া ফিরদৌস। বারাবতী-কটক বিধানসভা আসন থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন তিনি। সোফিয়া ফিরদৌস ওডিশার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ৩২ বছরের সোফিয়া এখন ওড়িশার প্রথম মুসলিম নারী বিধায়ক।
বিধানসভা নির্বাচনে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে ৮০০১ ভোটে হারিয়েছেন সোফিয়া। এর আগে ওড়িশায় কোনো মুসলিম নারী বিধায়ক হননি।
সোফিয়ার কাছে রাজনীতি নতুন নয়। তিনি রাজনৈতিক পরিবারেরই মেয়ে। সোফিয়ার বাবা মহম্মদ মোকিম একজন প্রবীণ কংগ্রেস নেতা। ২০২৪ সালের বিধানসভা ভোটে সোফিয়াকে সামনে নিয়ে এসেছে কংগ্রেস। কংগ্রেসের এই পরিকল্পনা সফলও হয়েছে।
ভারতের কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করেন সোফিয়া। ২০২২ সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) থেকে এগজিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম পাস করেন তিনি।
২০২৩ সালে কনফেডারেশন অব রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশনস অব ইন্ডিয়ার ভুবনেশ্বর শাখার সভাপতি নির্বাচিত হন সোফিয়া ফিরদৌস। এই সংগঠনের মহিলা শাখারও প্রধান ছিলেন তিনি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে বাবার সংস্থা ‘মেট্রো বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে যুক্ত ছিলেন সোফিয়া।
বারাবতী-কটক বিধানসভা আসনেই ১৯৭২ সালে জয়ী হয়েছিলেন নন্দিনী শতপথী। তিনি ওড়িশার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। অতীতে সোফিয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নন্দিনীর দ্বারা তিনি অনুপ্রাণিত।
ওডিশার এবারের বিধানসভা নির্বাচনে ১৪৭ আসনের মধ্যে ৭৮টিতেই জয় পেয়েছে বিজেপি। এর মধ্য দিয়ে রাজ্যে নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি সরকারের ২৪ বছরের শাসনের অবসান ঘটেছে। এই রাজ্যে লোকসভায়ও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি।
মন্তব্য করুন