কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে শাস্তি দিতে চায় সৌদি

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

নয় মাস পেরিয়ে দশ মাসে পড়ল গাজায় ইসরায়েলি আগ্রাসন। আলোচনা-সমালোচনা কোনো কিছুতেই দমছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শত বার বুঝিয়েও যখন কোনো সমাধান পাওয়া গেল না, তাই এবার দেশটিকে শাস্তি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে। মিসর ও কাতারেও বৈঠক হয়েছে। এমনকি কিছুদিন আগে কাতার গিয়ে বৈঠক করে এসেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া।

তবে বারবার আলোচনায়ও কোনো লাভ হয়নি। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ ও ফিলিস্তিনের যোদ্ধাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এমতাবস্থায় আর হাতে হাত রেখে বসে থাকতে পারেনি সৌদি আরব। ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশটি।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই প্রথম এতটা জোরালোভাবে তেল আবিবের বিরুদ্ধে সরব হলো সৌদি আরব। চলতি সপ্তাহে স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশন্সর এক বৈঠকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার এ আহ্বান জানান প্রিন্স ফয়সাল।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, গাজায় প্রতিদিন আন্তর্জাতিক মানবিক আইনের ‘মৌলিক নীতি’ লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী। এ ধরনের অপরাধ যেন আর না ঘটে, তা ঠেকাতে পশ্চিমা দেশগুলো চাইলেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে বলেও জোর দিয়েছেন প্রিন্স ফয়সাল।

তিনি বলেন, মানবিক ইস্যু বিবেচনায় নিয়ে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা যায় কি না, সেই জায়গা থেকে হলেও ইউরোপের জন্য পদক্ষেপ নেওয়া খুব সহজ হবে।

ফিলিস্তন ও ইসরায়েল সংঘাতের স্থায়ী ও ন্যায্য সমাধানের মাধ্যমে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে অধিকাংশ দেশেরই সম্মতি রয়েছে। কিন্তু তারপরও তারা দুই রাষ্ট্র সমাধানের পথে যেসব প্রতিবন্ধকতা, যেমন, বসতি স্থাপনের মতো ইসরায়েলি পদক্ষেপের ব্যাপারে নিশ্চুপ হয়ে বসে রয়েছে। এমন কড়া ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রিন্স ফয়সাল।

সৌদি আরবের এমন মন্তব্যের পর এখনো মুখ খোলেনি ইসরায়েল। তবে রিয়াদের এমন মন্তব্য সৌদি-ইসরায়েলের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের যে গুঞ্জন শোনা যাচ্ছিল, তাতেও ভাটা পড়তে পারে।

সৌদির সঙ্গে বিবাদে গেলে ইসরায়েলের লাভের চেয়ে ক্ষতিই বেশি। কেননা মধ্যপ্রাচ্যে সৌদি আরব তাদের হাতছাড়া হয়ে গেলে, আরব দেশগুলোকে দলে ভেড়াতে এতদিনের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে ইসরায়েলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশ্যে কাটা হলো যুবকের হাতের কবজি

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা জারি

যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে বিসিবির অভিনন্দন

চবি ভর্তি পরীক্ষার আবেদন ছাড়াল ১ লাখ

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্রের শেষ বিদায়

ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তাকে শোকজ

মা-মেয়েকে কুপিয়ে হত্যা : রহস্যঘেরা সিসিটিভি ফুটেজ

চট্টগ্রাম মহানগর জামায়েতের আমিরের সঙ্গে এরিক গিলানের মতবিনিময়

রায়পুরায় ১০ দিনে ৩ খুন

বেগম জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী : খোকন

১০

আমিরুলের আগুন ঝরা হ্যাটট্রিকে যুব হকি বিশ্বকাপের ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

১১

নির্বাচন-পূর্ব অর্থনীতিতে ৪ ঝুঁকি, সংকটের আড়ালে সম্ভাবনার হাতছানি

১২

ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে জোর করে বিদেশে পাঠিয়েছে : আজাদ

১৩

এবার মোহাম্মদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ, পাশেই ছিল চিরকুট

১৪

থাই-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ, পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

১৫

রিয়াল ও ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ

১৬

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

১৭

অপহৃত ৪ জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদ জব্দ

১৮

মাছ-দুধ একসঙ্গে বা পরপর খেলে কি সত্যিই ক্ষতি হয়? জানুন

১৯

বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর

২০
X