কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৯:৫৩ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি বন্দি ধর্ষণ, ৯ ইসরায়েলি সেনা গ্রেপ্তার

মিলিটারি পুলিশের ধর্ষণবিরোধী অভিযানে বাধা দেন সেনারা। ছবি : সংগৃহীত
মিলিটারি পুলিশের ধর্ষণবিরোধী অভিযানে বাধা দেন সেনারা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ বেশ পুরোনো। কিন্তু নেতানিয়াহুর সরকার এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড সব সময় প্রশ্রয় দিয়ে আসছে। কিন্তু এবার প্রথা ভেঙে ৯ সেনাকে গ্রেপ্তার করেছে মিলিটারি পুলিশ।

জানা গেছে, ওই বন্দিকে হাসপাতালে নেওয়া হলে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। তাকে এতই অত্যাচার করা হয়েছে যে তিনি হাঁটতে পারছেন না। চিকিৎসকরা তার পায়ুপথে মারাত্মক জখম দেখেছেন।

আলজাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ জুলাই) ইসরায়েলের নেজেভ মরুভূমির কুখ্যাত সদে তেইমান বন্দিশিবিরে অভিযান চালায় মিলিটারি পুলিশ। এ সময় সেনারা তাদের বাধা দেন। চলে তর্ক-বিতর্ক। এক পর্যায়ে বেরিকেড দিয়ে মরিচের স্প্রে ব্যবহার এবং হাতাহাতিতে জড়ান সেনারা। কিন্তু শেষমেশ সেখান থেকে অভিযুক্ত ৯ সেনাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তারের প্রতিবাদে ওই বন্দিশিবির ভাঙচুর করেছেন ইসরায়েলের কয়েকজন আইনপ্রণেতা ও উগ্র ডানপন্থিরা। তারা ব্যাপক বিক্ষোভেরও ডাক দিয়েছেন। উগ্রপন্থিরা ফিলিস্তিনিদের নির্যাতনের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের অনেকে বলছেন, এ ধরনের গ্রেপ্তার সেনাদের মনোবল ভেঙে দিতে পারে। একজন ফিলিস্তিনের জন্য তারা সেনাদের ক্ষতি মেনে নিতে পারেন না।

উল্লেখ্য, ফিলিস্তিনিরা এবং অধিকার গোষ্ঠীগুলো অনেক আগে থেকেই ইসরায়েলের কারাগারে বন্দিদের ধর্ষণের অভিযোগ করে আসছে। তারা বলছে, প্রায় ১০ মাস আগে গাজায় ইসরায়েলের চলমান হামলা শুরুর আগেই ইসরায়েলি কারাগারগুলোতে বন্দিদের যৌন নির্যাতন করা হচ্ছে।

চলতি মাসেই একজন ফিলিস্তিনি আইনজীবী কারাগারে আটক বন্দিদের ধর্ষণ ও নির্যাতনের বীভৎস বিবরণ গণমাধ্যমে তুলে ধরেন। তিনি এক সাংবাদিকের বরাতে জানান, অন্তত দুজন বন্দির সঙ্গে তার দেখা হয়েছে। এর মধ্যে একজনকে কারাগারে ধর্ষণ করা হচ্ছে। অপরজনকে নগ্ন অবস্থায় তিনি দেখে এসেছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর গাজা উপত্যকায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩৯ হাজার জন নিহত হয়েছেন। আহত হয়ে হাজারো মানুষ কাতরাচ্ছেন। তাদের অনেকের ভাগ্যে ন্যূনতম চিকিৎসাসেবাও জুটছে না। হামলা হচ্ছে হাসপাতাল ও আন্তর্জাতিক সংস্থার চিকিৎসা ক্যাম্পেও।

এ ছাড়া গত বছরের ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী অন্তত ৯ হাজার ৮০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ৫৯০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৫ হাজার ৪০০ জন আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

১০

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১১

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১২

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৩

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৪

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৬

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৭

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৮

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৯

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

২০
X